Categories: বিজ্ঞান

স্মাইল প্লিজ’ বিক্রমের ছবি তুলে পাঠালো প্রজ্ঞান

এই খবর শেয়ার করুন (Share this news)

ল্যান্ডার বিক্রমের ছবি তুলে পাঠালো রোভার প্রজ্ঞান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করেছে ইসরো। ক্যাপশনটিও বেশ মনোমুগ্ধকর – ‘স্মাইল প্লিজ’। – ইসরো জানিয়েছে বুধবার সকালে রোভারে লাগানো নেভিগেশন ক্যামেরা নেভক্যামের সাহায্যে এই ছবি তোলা হয়েছে।ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো অপটিক্স সিস্টেম এই নেভক্যাম তৈরি করেছে। দুটি নেভক্যাম প্রজ্ঞান রোভারে বসানো আছে। রোভারের মোট ওজন ছাব্বিশ কিলোগ্রাম। লম্বায় এটি তিন ফুট এবং ২.৫ ফুট চওড়া এবং ২.৮ ফুট উঁচু। এর চাকা রয়েছে ছয়টি। চাঁদে চৌদ্দদিন সূর্যালোক। ল্যান্ডার এবং রোভারটিকে এমনভাবে বসানো হয়েছে যাতে চৌদ্দদিন সচল থাকতে পারে। এর পরের চৌদ্দদিন অন্ধকার।তখন এই দুটি যন্ত্রের নিষ্ক্রিয় হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তাই অনেক হিসাব কষেই ২৩ আগষ্ট অবতরণের সময় নির্ধারণ করা হয়েছিল। কারণ ২২ আগষ্ট রাত শেষ হয়েছে। ২৩ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে সূর্যালোক থাকবে এর সাহায্যে চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার কাজ করবে। ইসরোর প্রাক্তন ডিরেক্টর প্রমোদ কালজানিয়েছেন চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি পর্যন্ত নেমে আসে। এত তীব্র ঠাণ্ডায় সেখানে মিশন চালানো সম্ভব নয়। তাই আপাতত চৌদ্দদিন চলবে এই মিশন। ইতিমধ্যেই অনেক তথ্য পাঠিয়েছে প্রজ্ঞান । রোভার ও ল্যান্ডারে লাগানো সব পেলোডই ঠিকভাবে কাজ করছে। চন্দ্রপৃষ্ঠে রোভারের ভিতরে রাখা লিবস এখন পর্যন্ত অনেক ধাতু এবং অধাতুর অস্তিত্ব টের পেয়েছে। এর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফেরাস, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, সিলিকন এবং অক্সিজেন । আপাতত হাইড্রোজেনের খোঁজে রয়েছে রোভার প্রজ্ঞান। যার সাহায্যে জলের অস্তিত্বের প্রমাণ মিলতে পারে।এদিকে সান মিশন আদিত্য -এল ওয়ান সম্পর্কে আপডেট দিতে গিয়ে ইসরো জানিয়েছে বুধবার উৎক্ষেপণ মহড়া এবং রকেটের অভ্যন্তরীণ পরীক্ষা- নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এই মিশন উৎক্ষেপণের কথা রয়েছে। পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর মধ্যে ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্টে একটি সোলার অবজারভেটরি স্থাপনের মাধ্যমে সোলার । করোনা, সোলার উইন্ড ইত্যাদি পর্যবেক্ষণ করা এই মিশনের লক্ষ্য।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

3 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

5 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

5 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

5 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

6 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

7 hours ago