Categories: দেশ

স্মার্ট সিটি প্রকল্পে স্মার্ট গণ শৌচালয়!

এই খবর শেয়ার করুন (Share this news)

স্মার্ট সিটি প্রকল্পে উত্তরপ্রদেশের একাধিক শহরকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । এই প্রকল্পেই সেজে উঠছে উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর প্রয়াগরাজ । এই শহরেই এবার তৈরি হল স্মার্ট গণ শৌচালয় । সঙ্গম শহরের বাসিন্দাদের আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । শৌচালয়ে সেন্সর পদ্ধতি রাখা হয়েছে । দরজা খোলা থেকে শুরু করে কলের জল পড়া এবং নিজের থেকেই শৌচালয় পরিষ্কার হয়ে যাওয়া গোটা পদ্ধতিতেই স্মার্ট সেন্সর থাকছে । এর ফলে শৌচালয়ে কোনওভাবেই নোংরা থাকবে না । এই স্মার্ট সিটি প্রকল্পের প্রধান লক্ষ্যই হল , শহরে উন্নতমানের পরিষেবা দেওয়া । আর সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার । প্রয়াগরাজের এই স্মার্ট শৌচালয় ব্যবহার করতে হলে কী করতে হবে বাসিন্দাদের । এটি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় ৫ টাকার একটি কয়েন ফেলে দিতে হবে । তাহলেই সেই ব্যক্তি অনায়াসে এই শৌচালয় ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন । শৌচালয়ের আসন এবং অন্যান্য যাবতীয় জিনিস তৈরি করা হয়েছে স্টিল দিয়ে । এমনকী দেওয়ালও তৈরি হয়েছে স্টিল দিয়ে । জলের ট্যাপটিও সেন্সরের সঙ্গে যুক্ত থাকবে । গোটা বিষয়টি হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে । যিনি শৌচালয় ব্যবহার করছেন তার কোনও সমস্যাই হবে না । আর এতে স্বাভাবিকভাবেই শৌচালয়কে পরিচ্ছন্ন রাখা যাবে বলেই জানিয়েছেন এক সরকারি আধিকারিক । প্রয়াগরাজ নগর নিগমের পরিবেশ বাস্তুকার উত্তম বর্মা বলেন , “ একটি গণ শৌচালয়ে একজন মানুষের জন্য গড়ে ৭ লিটারের মতো জলের প্রয়োজন হয় । কিন্তু এই শৌচালয়ে এর এক তৃতীয়াংশ জল খরচ হবে অর্থাৎ ২.৫ লিটারের মতো জল লাগবে একজন মানুষের ক্ষেত্রে । এই শৌচালয় একেবারে পরিবেশ বান্ধব । একজন ব্যক্তি যখন নির্দিষ্ট জায়গায় কয়েন ফেলবেন তখনই শৌচালয় কাজ করতে শুরু করবে । ‘ শহরে এমন একাধিক শৌচালয় তৈরির পরিকল্পনা করে রাজ্য সরকার । শৌচালয় নির্মাণের বরাত দিতে ২০২১ সালের জানুয়ারী মাসে দরপত্র আহ্বান করে প্রয়াগরাজ নগর নিগম । তারপরেই এই শৌচালয় তৈরির কাজ শুরু করে দেওয়া হয় । মোট ৬ টি সংস্থা এই দরপত্রের বিজ্ঞপ্তি বেরনোর পরে তাতে সাড়া দেয় । তার মধ্যে থেকে একটি সংস্থাকে বেছে নেওয়া হয় কাজের বরাতের জন্য । এরপরেই নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয় সেই সংস্থাটির তরফে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

16 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

16 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

17 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

17 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

17 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

17 hours ago