Categories: দেশ

স্মার্ট সিটি প্রকল্পে স্মার্ট গণ শৌচালয়!

এই খবর শেয়ার করুন (Share this news)

স্মার্ট সিটি প্রকল্পে উত্তরপ্রদেশের একাধিক শহরকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । এই প্রকল্পেই সেজে উঠছে উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর প্রয়াগরাজ । এই শহরেই এবার তৈরি হল স্মার্ট গণ শৌচালয় । সঙ্গম শহরের বাসিন্দাদের আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । শৌচালয়ে সেন্সর পদ্ধতি রাখা হয়েছে । দরজা খোলা থেকে শুরু করে কলের জল পড়া এবং নিজের থেকেই শৌচালয় পরিষ্কার হয়ে যাওয়া গোটা পদ্ধতিতেই স্মার্ট সেন্সর থাকছে । এর ফলে শৌচালয়ে কোনওভাবেই নোংরা থাকবে না । এই স্মার্ট সিটি প্রকল্পের প্রধান লক্ষ্যই হল , শহরে উন্নতমানের পরিষেবা দেওয়া । আর সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার । প্রয়াগরাজের এই স্মার্ট শৌচালয় ব্যবহার করতে হলে কী করতে হবে বাসিন্দাদের । এটি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় ৫ টাকার একটি কয়েন ফেলে দিতে হবে । তাহলেই সেই ব্যক্তি অনায়াসে এই শৌচালয় ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন । শৌচালয়ের আসন এবং অন্যান্য যাবতীয় জিনিস তৈরি করা হয়েছে স্টিল দিয়ে । এমনকী দেওয়ালও তৈরি হয়েছে স্টিল দিয়ে । জলের ট্যাপটিও সেন্সরের সঙ্গে যুক্ত থাকবে । গোটা বিষয়টি হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে । যিনি শৌচালয় ব্যবহার করছেন তার কোনও সমস্যাই হবে না । আর এতে স্বাভাবিকভাবেই শৌচালয়কে পরিচ্ছন্ন রাখা যাবে বলেই জানিয়েছেন এক সরকারি আধিকারিক । প্রয়াগরাজ নগর নিগমের পরিবেশ বাস্তুকার উত্তম বর্মা বলেন , “ একটি গণ শৌচালয়ে একজন মানুষের জন্য গড়ে ৭ লিটারের মতো জলের প্রয়োজন হয় । কিন্তু এই শৌচালয়ে এর এক তৃতীয়াংশ জল খরচ হবে অর্থাৎ ২.৫ লিটারের মতো জল লাগবে একজন মানুষের ক্ষেত্রে । এই শৌচালয় একেবারে পরিবেশ বান্ধব । একজন ব্যক্তি যখন নির্দিষ্ট জায়গায় কয়েন ফেলবেন তখনই শৌচালয় কাজ করতে শুরু করবে । ‘ শহরে এমন একাধিক শৌচালয় তৈরির পরিকল্পনা করে রাজ্য সরকার । শৌচালয় নির্মাণের বরাত দিতে ২০২১ সালের জানুয়ারী মাসে দরপত্র আহ্বান করে প্রয়াগরাজ নগর নিগম । তারপরেই এই শৌচালয় তৈরির কাজ শুরু করে দেওয়া হয় । মোট ৬ টি সংস্থা এই দরপত্রের বিজ্ঞপ্তি বেরনোর পরে তাতে সাড়া দেয় । তার মধ্যে থেকে একটি সংস্থাকে বেছে নেওয়া হয় কাজের বরাতের জন্য । এরপরেই নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয় সেই সংস্থাটির তরফে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মধুমেয় রোগ কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন!!

ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…

10 hours ago

রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি এগিয়ে আনা হবে।২০২৫ সালে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং…

11 hours ago

বিজেপি জমানায় রাজ্যে কৃষকদের মাথাপিছু আয় দ্বিগুণ : কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এই সরকারের…

11 hours ago

দর্শনধারী!!

গুণ-বিচার পরে, আগে তো দর্শনধারী!এই আপ্তবাক্য আজকের ডিজিটাল জেট যুগে একেবারে সর্বাংশে সত্য। দর্শন অথে…

11 hours ago

বিলোনীয়ায় স্টপেজ দাবি উপেক্ষিত, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-ডবলইঞ্জিনের সরকারের ক্ষমতা ঠুনকো।কোনও প্রতিশ্রুতি পালন বা পদক্ষেপ নিতে পারছে না।অন্তত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস…

1 day ago

দেবভূমিতে গভীর খাদে বাস,, মৃত্য ২০!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন এর দিকে গন্তব্য ছিল বাসটির। বাসে তখন কমপক্ষে…

1 day ago