ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
” স্যার মন ভালো নেই “

মন এক অদ্ভুত জিনিস। কখন যে কী হয়, কেউ জানে না। কিন্তু এক পরীক্ষার্থী সেই মন নিয়ে রসিকতা করতে গিয়েই চরম বিপাকে পড়েছে। পরীক্ষার খাতায় ‘স্যার মন ভালো নেই’ লিখে তা নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া।
আর নিমিষেই সেই পোস্ট ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা ফেসবুকে পোস্টই নয়।

এমনকী ইনভিজেলেটরের স্বাক্ষর জালেরও অভিযোগ উঠেছে ওই পরীক্ষার্থির বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিন উদ্দীন জানিয়েছেন, ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটরের স্বাক্ষর ইংরেজি বিভাগের কোনও শিক্ষকের নয়। ফলে জালিয়াতির দায়েও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে রঙ্গ-তামাশা চললেও বিষয়টি ভালভাবে মেনে নিতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসদাচরণের দায়ে ওই পরীক্ষার্থীকে তলব করা হয়েছে। ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিন উদ্দীন জানিয়েছেন, ওই পড়ুয়ার সঙ্গে কথা বলার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।