Categories: খেলা

স্রেফ মাঠ সমস্যায় ক্রিকেট এগোতে পারছে না উদয়পুর।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || এক সময় রাজ্য ক্রিকেটের আঁতুড় ঘর হিসাবে বহুল পরিচিত উদয়পুর।কিন্তু মন্দির শহরে এখন ক্রিকেট খেলার মাঠ বলতে এক কেবিআই-ই। জামজুরি স্কুল মাঠে সব কিছু ব্যবস্থা থাকলেও এখন ওই মাঠে আর নাকি ক্রিকেট সম্ভব নয়।এ অবস্থায় স্রেফ মাঠের জন্য অন্য মহকুমাগুলি থেকে ক্রিকেটে পিছিয়ে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে উদয়পুরের।এ অবস্থায় মহকুমা ক্রিকেট উন্নয়নে মহকুমা ক্রিকেট সংস্থার বর্তমান পরিচালন কমিটি গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। মূলত ক্রিকেট পরিকাঠামোগত উন্নয়নের বিষয়েই বেশি আলোচনা হয় কর্মকর্তাদের মধ্যে।তবে ঘুরেফিরে সবার মুখে একটাই বিষয় উঠে আসে,তাহলো মাঠ সমস্যা। মহকুমা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে এক কেবিআই ভরসা যে থাকা চলবে না তাও আলোচনায় বারবার উঠে আসে।পরিশেষে সিদ্ধান্ত হয় কাকড়াবনস্থিত কালীকিশোর স্কুল মাঠকে ক্রিকেটের জন্য উপযুক্ত করা।আর এর জন্য মহকুমা ক্রিকেট সংস্থা রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা টিসিএর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়।খুব শীঘ্রই উদয়পুর ক্রিকেট সংস্থার কর্মকর্তারা টিসিএর কাছে কাকড়াবনস্থিত কালীকিশোর মাঠকে ক্রিকেটের জন্য উপযুক্ত করার স্কুল আবেদন জানাবে।এদিকে, অনূর্ধ্ব সতেরো স্কুল ক্রিকেট করার পর মহকুমা সিনিয়র ক্লাব ক্রিকেট করার পরিকল্পনায় উদয়পুর ক্রিকেট অ্যাসো।কিন্তু সমস্যা হচ্ছে কেবিআই মাঠের উইকেট।ঠিক হয়েছে, উইকেট সংস্কার করার পরই সিনিয়র ক্রিকেট করতে হবে। চলতি মাসেই নাকি করা হবে সিনিয়র ক্রিকেট।এদিকে, প্র্যাকটিসের জন্যও টার্ফ ও কংক্রিটের উইকেট তৈরি করারও সিদ্ধান্ত হয়।অ্যাস্ট্রো টার্ফ উইকেট করারও পরিকল্পনা নাকি আছে।স্রেফ মাঠের জন্য মন্দির শহরের ক্রিকেট চর্চা এখন হুমকির মুখে। এটা কর্মকর্তারা ভালোই বুঝতে পারছেন। তাই আর সময় নষ্ট নয়। রাজ্য ক্রিকেটে নিজেদের হারানো জমি খুঁজে পেতে কর্মকর্তারা তৎপর। টিসিএর সহযোগিতায় কাকড়াবনস্থিত কালীকিশোর স্কুল মাঠটি পাওয়া গেলে মহকুমার ক্রিকেট চর্চা ও ক্রিকেট উন্নয়ন সম্ভব বলেই মনে করছেন সংস্থার কর্মকর্তারা।জানা গেছে, আগামী কিছুদিন পর আবার কর্মকর্তারা বৈঠকে বসবেন। এখন টিসিএ কী করে তাই দেখার।

Dainik Digital

View Comments

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

7 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

7 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

1 day ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

2 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

2 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

2 days ago