স্লিপ অব টাং

এই খবর শেয়ার করুন (Share this news)

আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে যায় , যে গুলোকে আমরা নানাভাবে ব্যাখ্যা করি । এই ব্যাখ্যা করার ক্ষেত্রেও আবার সময় ও অবস্থান বিবেচনা করা হয় । যেমন ‘ হাত ফসকে বেরিয়ে যাওয়া ’ , ‘ পা ফসকে পড়ে যাওয়া ’ , ‘ কলম ফসকে বেরিয়ে যাওয়া ‘ , ‘ মুখ ফসকে বেরিয়ে যাওয়া ইত্যাদি । ইংরেজিতে যাকে বলা হয় ‘ স্লিপ অব হ্যাণ্ড ’ , ‘ স্লিপ অব ল্যাগ ’ , স্লিপ অব পেন ’ এবং ‘ স্লিপ অব টাং ’ । দুটো স্লিপকে দুর্ঘটনা হিসেবে ধরা হয় । হাত বা পা ফসকে গেলে সাধারণত ক্ষতি হয় । যেমন অঙ্গহানি বা সম্পদহানি । অন্য দুটি স্লিপকে সাধারণত ভুল অর্থে ধরা হয় ।

আমরা কলম দিয়ে কিছু লিখতে গিয়ে মনের অজান্তে যদি কোনও ভুল করে থাকি , অথবা কথা বলার সময় মনের অজান্তে যদি কোনও কথা বা শব্দ উচ্চারণ করে থাকি । সেগুলোকে সাধারণত আমরা ‘ স্লিপ অব পেন ’ এবং ‘ স্লিপ অব টাং ’ বলে থাকি ভুলটাকে মান্যতা বা নাম্যতা দেওয়ার জন্য । এখন সব থেকে বড় প্রশ্ন এবং আলোচ্য বিষয় হচ্ছে ‘ স্লিপ অব পেন ’ বা ‘ স্লিপ অব টাং ’ এই ভুলগুলি কী সত্যিই মনের অজান্তে হয় ? নাকি ইচ্ছাকৃত ভুল করে পরে দোষ বা দায় এড়ানোর জন্য বলা হয় ? কলম দিয়ে লিখতে গিয়ে বড় ধরনের ভুল হয় । যেমন বানান ভুল , প্রদত্ত তথ্যের ভুল , সংখ্যায় ভুল , তারিখ ভুল ইত্যাদি ।

কিন্তু কলম কী হাত থেকে ছুটে যায় বা ফসকে যায় ? না , যায় না । কলম নিজে চলে না । কলম তো চালায় মানুষ । তারপরেও কেন বলা হয় ‘ স্লিপ অব পেন ’ ? কারণ নিজের দোষ ঢাকার বা আড়াল করার জন্য এটা একটা সাধারণ কৌশল । তবে এটা সত্য যে , মানুষ যখন লেখার সময় মনযোগ হারিয়ে ফেলে — তখন লেখায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে । ছোট্ট একটি ভুল বড় ধরনের সর্বনাশ বা বিপদ ডেকে আনতে পারে । তাই লেখার সময় অমনযোগী হওয়া একদমই উচিত নয় । ইচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে বিষয়টি অবশ্য একদমই আলাদা । এবার আসা যাক স্লিপ অব টাং ’ – এর বিষয়ে ।

মানুষ যখন মনের অজান্তে সম্পূর্ণ বিপরীত শব্দ বলে ফেলে – সাধারণ সেই ভুলকে ‘ স্লিপ অব টাং ’ বলা হয় । ধরা যাক একজন রাজনৈতিক নেতা বা নেত্রী কোথাও ভাষণ দিচ্ছেন । দীর্ঘ সময় তিনি একটি দলের প্রতিনিধিত্ব করে এসেছেন । দীর্ঘ সময় এক ধরনের কথা বলে আসছেন । সম্প্রতি তিনি দল পরিবর্তন করেছেন । এমন নেতা বা নেত্রীর বক্তব্যে মুখ ফসকে কিছু ‘ বিপরীত শব্দ ’ বেরিয়ে যেতেই পারে । এটাকে ‘ স্লিপ অব টাং ’ বলা যেতেই পারে । এছাড়াও মনের অজান্তে কোনও বিপরীত শব্দ যদি বেরিয়ে যায় এবং সাথে সাথে সেই ভুল সংশোধন করে নেন বা দুঃখ প্রকাশ করে নেন , তাহলেও সেটাকে ‘ স্লিপ অব টাং ’ বলা যেতে পারে ।

কিন্তু যখন জেনে বুঝে কোনও বিষয়ে মতামত রাখা হয় যা বিশ্লেষণধর্মী , সেখানে কতগুলো বক্তব্য সরসরি উদ্দেশ্যমূলক বলা হয় । সেটা কিছুতেই ‘ স্লিপ অব টাং ’ হতে পারে না । বাক্য শোনার পর যখন শ্রোতাদের মধ্যে প্রবল বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয় , তখন ঠেলা সামলাতে না পেরে বলা হয় এটা ‘ স্লিপ অব টাং ’ । এটা স্পষ্টতই নিজেকে বাঁচানোর রাজনৈতিক কৌশল । এতগুলো কথা বলার একটাই কারণ , গত বুধবার লোকসভার কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী দলের বিক্ষোভ চলাকালীন রাষ্ট্রপতি ভবনে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে বলতে গিয়ে বলে ফেলেন ‘ রাষ্ট্রপত্নী ‘ । আর একেই ঘিরে গত দুইদিন ধরে সংসদ থেকে শুরু করে গোটা দেশ উত্তাল ।

শুধু উত্তাল বললে হয়ত সঠিক হবে না । সংসদে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বনাম বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাজিয়াও চরমে উঠেছে । শাসকদল বিজেপি অধীর চৌধুরীর ওই শব্দবাক্যকে দেশের রাষ্ট্রপতিকে সরাসরি অপমান , দেশের আদিবাসীদের অপমান ও দেশের মহিলাদের অপমান এবং কুরুচিকর মনোভাবের বহি : প্রকাশ বলে দাবি করে – কংগ্রেস দলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য সরব হয়েছে । অপরদিকে কংগ্রেস দলও অধীর চৌধুরীর বক্তব্য নিতান্তই ‘ মুখ ফসকে ’ বেরিয়ে যাওয়া ভুলকে বিজেপি রাজনৈতিক রং দিয়ে জনগণের নজরকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছে ।

যতটুকু খবর , বক্তব্যের পর অধীরবাবু নিজেই ভুল সংশোধন করে মিডিয়াকে ডেকে এনে দু : খ প্রকাশ করে বলেছেন , ‘ আমার ভুল হয়েছে উচ্চারণ করতে । মুখ ফসকে বলে ফেলেছি । ‘ অর্থাৎ ‘ স্লিপ অব টাং ‘ । সত্যিই কী তাই ? এর জবাব হয়ত কোনও দিনই পাওয়া যাবে না।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

15 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

19 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

19 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

20 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

2 days ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

2 days ago