স্হল বন্দরের ১১ তম বর্ষ উদযাপন!!

 স্হল বন্দরের ১১ তম বর্ষ উদযাপন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ২০১৩ সালের ১৭ ই নভেম্বর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে উত্তর- পূর্বাঞ্চলের প্রথম এবং ভারতের দ্বিতীয় ল্যান্ড পোর্ট আগরতলা- আখাউড়া স্হল বন্দরের যাত্রা শুরু হয়। শুক্রবার সেই বন্দর ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা দিল। এই উপলক্ষে এদিন আখাউড়া ল্যান্ড পোর্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত।বাংলাদেশ সহকারি হাই কমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোঃ সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে আখাউড়া স্হল বন্দর থেকে আগরতলা এম বি বি বিমানবন্দর পর্যন্ত শ্যাটেল সার্ভিসের সূচনা করেন মেয়র দীপক মজুমদার। যার সাহায্যে বাংলাদেশের যাত্রীরা খুব কম খরচেই আগরতলা বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবে।

এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএসএফ জোয়ানরা একটি রক্তদান শিবিরের আয়োজন করে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.