হঠাৎ জিবি পরিদর্শনে রাজ্যপাল!!
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার রাজ্যের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান জি বি হাসপাতাল পরিদর্শনে যান নয়া নিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু।
তিনি জিবি হাসপাতালের যাবতীয় পরিষেবা খতিয়ে দেখেন। বিভিন্ন ব্লকে গিয়ে খোঁজ খবর নেন। আচমকা রাজ্যপালের হাসপাতাল পরিদর্শনে আসার খবর পৌঁছাতেই বৃহস্পতিবার ভোরবেলা থেকে জিবিতে নজির বিহীন দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়।
এককথায় যুদ্ধ কালীন তৎপরতা চলতে থাকে। আর রাজ্যপালের জিবি হাসপাতাল পরিদর্শন কালেই আই সি ও -তে ভর্তি এক রোগীর আত্মীয়া জিবি’র পরিষেবা নিয়ে অসন্তুষ্টি ব্যক্ত করে মিডিয়ার সামনে রীতিমতো বোমা ফাটান!