হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি!!
অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচনের ঠিক আগে বর্ষীয়ান মনোহর লাল খট্টার কে সরিয়ে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী করা হল দলের রাজ্য সভাপতি নায়াব সিং সাইনি কে।বিকেল ৫টায় শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী!
কুরুক্ষেত্রের সাংসদ নায়াব বসলেন তাঁর গুরু হিসেবে পরিচিত মনোহর লাল খট্টারের আসনে।