হরিয়ানার প্রভারি, সংগঠনের আরও বড় দায়িত্বে বিপ্লব দেব
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। বিজেপির সাংগঠনিক স্তরে আরও বড় দায়িত্বে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তাকে দলের হরিয়ানার রাজ্য প্রভারির দায়িত্ব অর্পণ করা হয়েছে । এই নয়া দায়িত্বের জন্য শ্রীদেবকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে প্রদেশ বিজেপির সকল স্তরের শীর্ষ নেতৃত্বরা । অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা । বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শুক্রবার বেশিকিছু রাজ্যে দলের প্রভারি ও সহ প্রভারি নিযুক্ত করেছেন । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হরিয়ানার মতো বড় রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে । ত্রিপরার প্রভারি বিনোদ সোনকরকে সরিয়ে তার জায়গায় ত্রিপুরার প্রভারি করা হয়েছে লোকসভার সাংসদ ডা . মহেশ শর্মাকে । চিকিৎসক শ্রীশৰ্মা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর লোকসভা কেন্দ্রের সাংসদ । বিনোদ সোনকরকে পাঠানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ – তে । উল্লেখযোগ্য বিষয় হচ্ছে , উত্তর – পূর্বের রাজ্যগুলোর সাংগঠনিক অর্ডিনেটর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র যুগ্ম কো ডা . সম্বিত পাত্রাকে । অর্ডিনেটর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে হৃতুরাজ সিনহাকে । শুক্রবার যে কয়টি রাজ্যে সাংগঠনিক রদবদল করা হয়েছে সে রাজ্যগুলো হল , বিহার , ছত্রিশগড় , দমন ও দিউ , হরিয়ানা , ঝাড়খণ্ড , কেরালা , লাক্ষ্যাদ্বীপ , মধ্যপ্রদেশ , পাঞ্জাব , তেলেঙ্গানা , চণ্ডীগড় , রাজস্থান , ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ ।