হলুদ তরমুজ চাষ করে তাক লাগালো এক কৃষক!!
অনলাইন প্রতিনিধি :-ভিন্ন প্রজাতির হলুদ তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিলেন নারায়ণ সরকার নামে গোলাঘাটির এক কৃষক।
কৃষক নারায়ন সরকারের বাড়ি গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা লক্ষীছড়া গ্রামে। গত ছয় সাত বছর ধরে তরমুজ চাষ করে যাচ্ছেন। গত বছর ইউটিউবে ” বিসালা” নামের এই বিরল প্রজাতির তরমুজের চাষ সংক্রান্ত বিষয় দেখে উৎসাহিত হন। পরে অনলাইনের মাধ্যমে ওই বিরল প্রজাতির তরমুজের বীজ ক্রয় করে, গত বছর থেকেই বিসালা প্রজাতির তরমুজের চাষ শুরু করেন।
প্রথম বছর তেমন বেশি ফলন পাননি। কিন্তু এই বছর এক কানি জায়গায় এই তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখতে পেয়েছেন।
নারায়ন বাবু জানান, এই তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। চলতি বছরে দুই প্রজাতির তরমুজ চাষ করেছেন।
একটি হলো বাইরের দিকে হলুদ এবং ভেতরে লাল। অন্যটি উপরে কালো ভেতরে হলুদ। কৃষক নারায়ণ সরকার তরমুজের ফলন দেখে নিজেও খুশি।