হাঁটুর সক্ষমতা ফিরিয়ে আনার দাবি করছেন গবেষকরা!

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রবীণদের মধ্যে হাঁটুতে ব্যাথা খুবই সাধারণ ব্যাধি । মানুষ যখন বিশ্রাম নেয় বা হাঁটাহাঁটি করে বা দৈনন্দিন কাজকর্ম করে তখন হাঁটুর গাঁটের ব্যাথাকে এনটিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ট্রিটমেন্ট বা এসিএলটি নামে অভিহিত করা হয় । বেশিরভাগ সময়ে বয়স বাড়লে পারিপার্শ্বিক টিস্যু বা কলার গঠন ক্রমাগত ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে তা ক্ষতিগ্রস্ত হয় বলে এই সমস্যা হয় । আবার , দুর্ঘটনার ফলে হাঁটুর গাঁটে কোনও আঘাত অথবা অতিরিক্ত ব্যবহারের কারণে হাঁটুতে ব্যাথা হয়। আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ইতিহাস , রক্ত পরীক্ষা , এবং কিছু রেডিওলজি পরীক্ষা যেমন এক্স রে এবং আলট্রাসনোগ্রাফি করে খুব সহজেই হাঁটুর ব্যাথার উৎস নির্ণয় করা সম্ভব । যন্ত্রণার অন্তর্নিহিত সমস্যার সমাধান করে , যেমন যারা খুব স্থুল , তাদের ওজন ঝরিয়ে বা উপসর্গ কমানো , আঘাতের স্থলে বরফ দেওয়া বা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে হাঁটুর ব্যাথার চিকিৎসা করা যেতে পারে । হাঁটুর ব্যাথায় চিকিৎসার অন্যান্য বিকল্প যেমন ফিজিওথেরাপি বা আকুপাংচারের পরামর্শও দেওয়া যেতে পারে।কিন্তু সমস্যা হল হাড়ের ভিতরে থাকা যে তরল বা যাকে অস্থি ঝিল্লি বলা হয় সেই অস্থি ঝিল্লি শুকিয়ে গেলেই হাঁটুর সঞ্চালন প্রায় বন্ধ হয়ে যায় । বার্ধক্যকালীন অবস্থায় হাটুর এই সমস্যা প্রায় অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায় । হাঁটুর সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া এখন বিরল । ভার বইতে বইতে ক্লান্ত হাঁটু প্রায়শই যন্ত্রণার মাধ্যমে জানিয়ে দেয় তার অক্ষমতার কথা । এখন প্রায়ই শোনা যায় হাঁটু প্রতিস্থাপনের কথা । হাঁটু না প্রতিস্থাপন করেও যন্ত্রণা থেকে মুক্তি দিতে নতুন পদ্ধতির আবিষ্কার করেছেন ব্রিটেনের ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক । এই প্রথম কার্টিলেজের জায়গায় জেল ভিত্তিক বিকল্প তৈরি করেছেন তারা । নভেল হাইড্রোজেলে তৈরি এই কার্টিলেজ প্রাকৃতিক কার্টিলেজের চেয়েও বেশি মজবুত আর যে কোনো দিকে তিন গুণ বেশি মোচড়ানো যায় বলে দাবি করেছেন গবেষকরা। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পাতলা সেলুলোজ ফাইবারের তৈরি শিট আর পলিভিনাইল অ্যালকোহল নামক পলিমার দিয়ে হাইড্রোজেল তৈরি করেছেন । প্রাকৃতিক কার্টিলেজ কোলাজেন ফাইবার দিয়ে তৈরি । কৃত্রিম কার্টিলেজে সেলুলোজ কোলাজেন ফাইবারের মতো আচরণ করবে বলে দাবি । পলিভিনাইল অ্যালকোহল মোটা , চ্যাটচ্যাটে জেলের মতো সেলুলোজ ফাইবারের আসল আকৃতি ধরে রাখতে সাহায্য করবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

2 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

2 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

2 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

2 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

3 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

3 hours ago