হাঁপানিয়াতেই হচ্ছে ৪৩ তম আগরতলা বইমেলা!!

 হাঁপানিয়াতেই হচ্ছে ৪৩ তম আগরতলা বইমেলা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-১৯৮১ সাল থেকে আগরতলায় শুরু হয়েছিল বইমেলা। এখন পর্যন্ত দুই বছর বাদ দিয়ে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা। প্রথম দিকে রবীন্দ্রভবনে ছোট পরিসরে অনুষ্ঠিত হতো এই মেলা। বর্তমানে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।
৪৩ তম আগরতলা বইমেলা ২ রা জানুয়ারী, ২০২৫ থেকে শুরু হবে এবং চলবে আগামী ১৪ই জানুয়ারী পর্যন্ত হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। মঙ্গলবার ৪৩ তম বই মেলার পরিচালন কমিটির সভায় সর্বসম্মতি ক্রমে হাঁপানিয়া মেলা প্রাঙ্গনে বইমেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বইমেলার স্থান স্থির করার পাশাপাশি এ বছরের থিম ও স্থির করা হয়। সারা বিশ্বে যেভাবে যুদ্ধের পরিবেশ চলছে। সেদিকে লক্ষ্য রেখে বিশ্ব শান্তির উপরে নির্ধারিত হয়েছে এবছরের বইমেলার থিম।
আসন্ন বইমেলা কে সামনে রেখে পরিচালন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। আজকের এই বৈঠকের পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.