বিজেপির নির্বাচনোত্তর পর্যালোচনা কমিটির রিপোর্ট পেশের পর এবার ওই পর্যবেক্ষণ রিপোর্ট হাইকমাণ্ডের গোচরে নেওয়ার তোড়জোড় চলছে। শুদ্ধিকরণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, নাড্ডাদের গোচরে গোটা বিষয়গুলি নিতে চাইছে প্রদেশ বিজেপি। শাসক দল সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই তা হতে চলেছে। তেইশের বিধানসভা নির্বাচনে যারা দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন তাদের তালিকা সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বের সামনে রাখতে চাইছে পদ্ম শিবির । তৃণমূলস্তরের নেতা থেকে শুরু করে অনেক হাই প্রোফাইল নেতাকে দলবিরোধী অনৈতিক কার্যকলাপের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে ফলাফল পর্যালোচনা কমিটির রিপোর্ট তৃণমূল স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাদের সাথে পৃথক পৃথকভাবে আলাপ আলোচনা করেই রিপোর্ট তৈরি করেছে বিজেপির শীর্ষস্তরীয় কমিটি।শাসক শিবির সূত্রে জানা গেছে, আগামী দুই-এক দিনের মধ্যেই রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে দিল্লীতে হাইকমাণ্ডের সাথে আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সে সময় বিজেপির নির্বাচনোত্তর ফলাফল পর্যালোচনা কমিটির রিপোর্টের প্রসঙ্গও উঠতে পারে। তেইশের নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার পর এবার অনেকটাই সতর্ক পদ্মশিবির। যার জন্যই অনেকটা আগেই তারা সাংগঠনিক কাঠামোতে অদলবদল করে ভালো সুসংহত পরিস্থিতি নিয়ে যেতে চাইছে। দলকে শৃঙ্খলাবদ্ধ করতে নেওয়া হচ্ছে অজস্র পদক্ষেপ। যার প্রেক্ষিতেই বড়, মাঝারি, তৃণমূলস্তরের নেতা নির্বিশেষে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা । অন্যদিকে বুথ স্তর থেকে প্রদেশ স্তর পর্যন্ত সাংগঠনিক দুর্বলতা ঝেড়ে ফেলে বিশ্বক্ত ও নিষ্ঠাবান কর্মীদের আনা হচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলিতে। বুথ স্তরের কমিটি গঠনের পর পর্যায়ক্রমে মণ্ডল, জেলা এবং প্রদেশ স্তরের কমিটির পুনর্গঠন প্রক্রিয়া চলবে। আগামী ১০ মে বুথ স্তরের স্বশক্তিকরণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। যা সুনির্দিষ্ট সময়ে শেষ হলে হাত দেওয়া হবে মণ্ডল স্তরে। মণ্ডল স্তরের কমিটিতেও ব্যাপক পরিবর্তন হচ্ছে বলে এক শীর্ষস্তরের নেতা জানান।কুড়ি থেকে পঁচিশ জন মণ্ডল সভাপতি পদ খোয়াতে পারেন।এদিকে, বুথ স্তরের কর্মকাণ্ডকে অনেকটাই ডিজিট্যাল পন্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে পদ্ম শিবির। বুথ স্তরের নেতা, কর্মী, ভোটারদের গতি প্রকৃতি থেকে শুরু করে বিস্তৃত পরিসরের তথ্য নিয়ে গড়া হবে ডেটা বেস।ওই তথ্য ভাণ্ডার পরিচালনার জন্য সুনর্দিষ্ট নেতা কর্মীদের দায়িত্বও দেওয়া হচ্ছে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…