হাওড়া ব্রিজে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা!!
অনলাইন প্রতিনিধি :-হওড়া ব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে ব্রিজের লোহার স্তম্ভে। দুমড়ে যায় বাসের সামনের অংশ। এতে আহত হন কম পক্ষে ৮ থেকে ১০ জন।মেটিয়াবুরুজ থেকে হাওড়া আসছিল ১২/এ রুটের একটি বেসরকারি বাস। প্রতক্ষ্যদর্শীদের অভিমত ব্রেক ফেল হওয়ার কারণেই ড্রাইভারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাসটি। আর লোহার স্তম্ভে গিয়ে ধাক্কা মারে।