হাগ ডিপ্লোমেসি!

এই খবর শেয়ার করুন (Share this news)

বিশ্বজুড়ে খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার প্রসঙ্গে জি-৭ বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধান হিসাবে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে গত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়েও জোর সওয়াল করেন মোদি।এখানেই শেষ নয়,জি-৭ ভুক্ত দুই রাষ্ট্র জাপান এবং ফ্রান্সের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সমন্বয়ের পাশাপাশি উন্নয়নশীল এবং দরিদ্র রাষ্ট্রের স্বরও তুলে ধরলেন হিরোশিমায়।দীর্ঘ বিরতির পর বিদেশ সফরে জাপানে গিয়ে জি-৭ গোষ্ঠীর নেতাদের সামনে আন্তর্জাতিক ব্যবস্থায় বর্তমান চ্যালেঞ্জগুলি তুলে ধরে কিছু পরামর্শ দিতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদিকে।জি-২০ এবং জি-৭-এর মধ্যে সংযোগের গুরুত্ব প্রসঙ্গেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী।জাপানে অনুষ্ঠিত তিনদিনব্যাপী জি-৭ গোষ্ঠী সম্মেলনে ইতিমধ্যে একাধিক রাষ্ট্রনেতার সাথে বৈঠক করেছেন মোদি।বৈঠক করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও।খবরে প্রকাশ,অদূর ভবিষ্যতে জি-৭ থেকে বেড়ে সংখ্যা জি-১০ হতে পারে।জি-৭ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হতে পারে ভারত, চিন ও ব্রাজিল।বর্তমানে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি হলো, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন।১৯৭৫ সালে গঠিত হয় এই গ্রুপ। তখন নাম ছিল জি-৬। পরে এই গোষ্ঠীতে যোগ দেয় কানাডা।একটা সময় রাশিয়াও এর সদস্য ছিল। কিন্তু ২০১৪ সালে হঠাৎই ক্রিমিয়া আক্রমণ করে বসলে সরিয়ে দেওয়া হলো রাশিয়াকে।বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রায় ৪৫ শতাংশ এই গ্রুপের সদস্য দেশগুলির। ১৯-২১মে জাপানের হিরোশিমায় আয়োজিত জি-৭ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে ভারত।এই প্রথমবার নয়,এর আগে নয়বার জি-৭ সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে জি-৭ সম্মেলনের ফাঁকে ‘কোয়াড’ সম্মেলনেও হাজির ছিলেন মেদি।কিন্তু এই সবকিছুর মাঝে প্রধানমন্ত্রী মোদির সৌজন্য কূটনৈতিক অভিযানে ঢুকে পড়া ‘হাগ ডিপ্লোমেসি’ (আলিঙ্গন) নিয়ে এবার বেশ চর্চা চলছে। জি-৭ সম্মেলনে মোদিকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তা দেখে বাইডেনের দিকে এগিয়ে যান মোদি এবং মার্কিন প্রেসিডেন্টকে আলিঙ্গন করেন। প্রযুক্তির দৌলতে এই ছবি দেখেছে গোটা বিশ্ব।২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন বিদেশ সফরে রাষ্ট্রনেতাদের আলিঙ্গন করতে দেখা গেছে প্রধানমন্ত্রী মোদিকে। শুধু বিদেশ সফরেই নয়,ভারত সফরে আসা বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদেরও আলিঙ্গন করতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে।ভি ৭ সম্মেলন থেকে উন্নত দেশগুলিকে আলিঙ্গন নিয়েও বার্তা দিয়েছেন মোদি। তিনি চান উন্নত দেশগুলি উন্নয়নশী দেশগুলিকে আলিঙ্গন করুক।বিশ্ব কূটনীতিতে মোদির এই ‘হাগ ডিপ্লোমেসি’ এ অন্যমাত্রা পেয়েছে।রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলি দাপান, ইজরায়েল, কানাডা সহ একাধিক রাষ্ট্রপ্রধানদের বারব
আলিঙ্গন করেছেন মোদি। এবার জি-৭ সম্মেলনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক থেকে শুরু করে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আলিঙ্গনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখানেই শেষ নয়, খবরে প্রকাশ হিরোশিমায় কোয়াড গোষ্ঠীর বৈঠকে মোদির জনপ্রিয়তায় মুগ্ধতা প্রকাশ করলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এমনকি, এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী মোদির অটোগ্রাফ নেবেন বলেও জানান। বিষয়টিতে হালকা মেজাজের রেশ ধরা পড়লেও,এতে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এবং মোদির গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

14 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

14 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

15 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

15 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

15 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

16 hours ago