হাতির আক্রমণে মৃত্যু!!!
হাতির আক্রমনে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনা সোমবার কুমারঘাট থানাধিন দক্ষিন ঊনকোটি এডিসি ভিলেজ এর আঠারোমুড়ি গ্রামে। এদিন বিকালে একটি হাতি কাজ করে এই গ্রামে আসে। মাহুত হাতিটি দাঁড় করিয়ে চা খায়। মাহুত চা পানের পর পুনরায় হাতি নিয়ে তার গন্তব্যস্থলের উদ্দেশ্য রওনা দেয়। হাতিটি কিছু দূর যাবার পর রাস্তার পাশে বসে থাকা এক ব্যাক্তিকে আক্রমন করে।
তার নাম তাইদা হালাম (৫৫)। হাতির আক্রমণে গুরুত্বর ভাবে আহত হয় তাইদা হালাম। স্থানীয় জনগন এই ঘটনা দেখে খবর দেয় কুমারঘাট দমকল বাহিনিকে। কুমারঘাট থেকে দমকল বাহিনি ঘটনাস্থলে ছূটে গিয়ে আহত ব্যাক্তিকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। কুমারঘাট থানার ওসি জানান, হাতিটি আক্রমন সংঘটিত করার পর মাহুত হাতিটি নিয়ে পাশ্ববর্তী জঙ্গলে চলে যায়। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা ছুটে গেছে। হাতি এবং মাহুতের খোঁজে তল্লাশি শুরু করেছে।