অনলাইন প্রতিনিধি || হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীদের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে এবং অবশেষে তারা বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের এই বিক্ষোভে ব্যহত হয় জাতীয় সড়কের যান চলাচল। ঘটনা শনিবার সকালে তেলিয়ামুড়া চাকমাঘাট মহকুমা শাসকের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে। বনদপ্তরের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার বেশ কিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্য হাতের উপদ্রব চলছে। প্রায় প্রতিদিন বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালায়। এনিয়ে এলাকাবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা চাপা ক্ষোভ ছিল। পাশাপাশি হাতির আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। প্রতিরাতেই গ্রামবাসীরা বিনিদ্র রাত কাটায়। অবশেষে শনিবার সকালে চাকমা ঘাটের ভূমিহীন কলোনি এলাকার মানুষদের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে। কেননা শুক্রবার রাতের আঁধারে বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে ফেলে বলে অভিযোগ। বাধ্য হয়ে তাড়া বিক্ষোভ প্রদর্শন শুরু করে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ও.সি সুব্রত চক্রবর্তী নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ও.সি গ্রামবাসীদের বুঝিয়ে বিক্ষোভ নিরসনের প্রয়াস নেন। এতে তিনি সফলও হন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনকর্মীরা। এলাকাবাসীদের সঙ্গে রেঞ্জ অফিসার কথা বলেন। আশ্বাস প্রদান করে হাতির সমস্যা নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বনদপ্তর।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…