Categories: বিদেশ

হামলায় ১১ ফিলিস্তিনি নিহত!

এই খবর শেয়ার করুন (Share this news)

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইজরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ২০০৫ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বুধবার ইজরায়েলি এ অভিযানে ৮০ জনেরও অধিক ফিলিস্তিনি আহত হয়েছে। ইজরায়েল এ অভিযানকে ‘সন্ত্রাসবিরোধী’ হিসাবে বর্ণনা করেছে। এদিকে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল শেখ একে গণহত্যা হিসাবে বর্ণনা করে তার দেশের জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষার আহ্বান জানিয়েছেন। ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীও পাল্টা হামলার শিকার হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিম তীর এলাকায় পরিস্থিতিকে বিগত সহিংসতা প্রতিরোধ, উত্তেজনা কমানো এবং শান্তি ফিরিয়ে আনাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যারা নিহত হয়েছে তাদের বয়স ১৬ থেকে ৭২ বছরের মধ্যে। এছাড়া আরও ৮২ জন লোক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে প্যালেস্তাইনের রেডক্রস সোসাইটি বলেছে, তাদের ডাক্তাররা টিয়ার গ্যাসে অসুস্থ হয়েছে এরকম ২৫০ জন এবং বন্দুক হামলায় আহত এমন কিছু লোককে চিকিৎসা দিয়েছে। আরব লিগ এ অভিযানকে ‘নৃশংস অপরাধ’ হিসাবে বর্ণনা করে বলেছে, ইজরায়েলের কট্টর ডানপন্থী সরকার জঘন্য এ গণহত্যার জন্য দায়ী। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এই পর্যায়ের হিংসার কারণে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়নসহ ফ্রান্সও এ সহিংতায় উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইজরায়েল প্যালেস্তাইনের অঞ্চল দখলে নেয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

4 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

4 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

5 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago