হামলা, হুজ্জতি, মিথ্যা মামলাঃ থানায় বিক্ষোভ মথা ও কংগ্রেসের

এই খবর শেয়ার করুন (Share this news)

তিপ্রা মথা দলের কর্মীদের রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোহনপুরের এসডিপিওর নিকট ডেপুটেশন দিল তিপ্ৰা মথা দল । শনিবার লেফুঙ্গার যুবতারা এলাকা থেকে বিশাল সংখ্যক তিপ্রা মথা দলের কর্মীরা মিছিল করে এসে লেম্বুছড়াস্থিত এসডিপিও অফিসের সামনে থামে । সেখান থেকে এক প্রতিনিধি দল এসডিপিওর নিকট ডেপুটেশন দেয় । ডেপুটেশনের প্রতিনিধি দলে থাকা সিমনা তমাকারীর এমডিসি রবীন্দ্র দেববর্মা বলেন , পাহাড়ে আর পদ্মফুল ফুটবে না । তাই গত ২৯ আগষ্ট বিজেপি দলের সর্বভারতীয় সভাপতির জনসভা ফ্লপ করায় নিজেদের দুর্বলতা চাপা দিতেই তিপ্ৰা মথা দলের কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা করা হয়েছে । উদাহরণ টেনে এমডিসি রবীন্দ্র দেববর্মা বলেন , তিপ্রা মথা দলের ব্লক প্রেসিডেন্ট প্রশান্ত দেববর্মার নামে একই সময়ে সিমনা লেফুঙ্গা এবং বোধজং নগর থানায় মামলা করা হয়েছে । এমডিসি শ্রী দেববর্মার নামে একই সময়ে সিমনা লেফুঙ্গা এবং বোধজংনগর থানায় মামলা করা হয়েছে ।

এমডিসি শ্রী দেববর্মার প্রশ্ন একই সময়ে তিন জায়গায় এক ব্যক্তি কীভাবে উপস্থিত থাকেন ? বোঝা যাচ্ছে , সবগুলি মামলাই রাজনৈতিক প্রতিহিংসামূলক । তাই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই ডেপুটেশন । ডেপুটেশনকালে প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা এবং এমডিসি রুনিয়েল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা । মোহনপুরের এসডিপিও কমল বিকাশ মজুমদার বলেন , ডেপুটেশন প্রদানকারীদের বলা হয়েছে পুলিশ মামলাগুলির আইনি পথেই সঠিক তদন্ত করবে । সংবাদ প্রতিনিধি খোয়াইয়ের সংযোজন : শনিবার দুপুরে খোয়াই জেলা যুব কংগ্রেস খোয়াই থানা ঘেরাও করল আসামি গ্রেপ্তারের দাবিতে । ওইদিন খোয়াই কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সোজা চলে যায় খোয়াই থানায় । পরে তারা খোয়াই থানা ঘেরাও করে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে । এই বিক্ষোভ মিছিলে ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি রাখু দাস , কল্যাণপুরের কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ , প্রাক্তন জেলা সভাপতি ক্ষিতীশ ভৌমিক , ব্লক সভাপতি যতীন্দ্র গোপ । ঘেরাও কর্মসূচিতে দাঁড়িয়ে রাজ্য যুব কংগ্রেস নেতৃত্ব অভিযোগ তোলেন রাজ্যে গণতন্ত্র ও আইনের শাসন নেই । সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও পুলিশ আসামি ধরতে টালবাহানা করছে । উল্লেখ্য গত বৃহস্পতিবার প্রকাশ্যে সন্ধ্যারাতে খোয়াই থানার অন্তর্গত সোনাতলা বাজার এলাকায় খোয়াই যুব কংগ্রেসের সম্পাদক পাপাই দাস ও তার বাবা তথা কংগ্রেস নেতা চানু দাসকে বেধরক মারধর করে স্থানীয় কিছু দুষ্কৃতকারী । এতে গুরুতর আহত হয় উভয়েই । পরবর্তীতে তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা গুরুতর হওয়াতে তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয় । এই মারধরের ঘটনায় নামধাম দিয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ জানানোর ৪৮ ঘণ্টা অতিক্রান্তের পরও আসামিদের এখনও গ্রেপ্তার করেনি খোয়াই থানার পুলিশ । আর এরই প্রতিবাদ জানাতে গিয়ে রাখু দাস বলেন , রাজ্য পুলিশ দলদাস হয়ে কাজ করছে । থানায় সুস্পষ্ট অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না । যুব কংগ্রেস সভাপতি আরও বলেন , কংগ্রেসকে দুর্বল ভাবলে চলবে না । আজকের দিনে কংগ্রেস রাজ্যে যথেষ্ট শক্তিশালী । তিনি অভিযোগ করেন আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আসামিদের গ্রেপ্তার না করলে খোয়াই জেলার যুব কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

12 hours ago