হায়দ্রাবাদ,জোরহাট রুটে শীঘ্রই বিমান!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-হায়দ্রাবাদের মধ্যে যাতায়াতে ইণ্ডিগোর সরাসরি বিমান এবং আগরতলা-জোরহাটের মধ্যেও যাতায়াতে স্পাইস জেটের সরাসরি বিমান শীঘ্রই চালু হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।গত ২১ নভেম্বর ত্রিপুরা সরকারের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী সিন্ধিয়াকে এই দুটি রুটে শীঘ্রই বিমান চালু করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছিলেন।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় মন্তী শ্রী সিন্ধিয়া এক চিঠিতে ত্রিপুরা সরকারের পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরীকে জানান,স্পাইসজেট ও ইন্ডিগোকে বলে দেওয়া হয়েছে এই দুই রুটে বিমান পরিষেবা শুরু করার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া রাজ্য পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরীকে আরও জানান, তিনি আশাবাদী শীঘ্রই এই দুই রুটে বিমান পরিষেবা চালু করবে বিমান সংস্থা দুটি। স্পাইসজেটকে আগরতলা- জোরহাট রুটে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে বিমান চালুর জন্য বলা হয়েছে।প্রসঙ্গত,কেন্দ্রীয় শ্রী সিন্ধিয়া বহুদিন আগেই এই দুই রুটে বিমান সংস্থা পরিষেবা চালু করার জন্য বিমান সংস্থা দু’টিকে বলেছিলেন।কিন্তু দুইটি বিমান
সংস্থাই তারপর এখন পর্যন্ত বিমান পরিষেবা চালু না করায় রাজ্য পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী গত ২১ নভেম্বর এক চিঠিতে এই বিষয়টি জানিয়েছিলেন।চিঠিতে তিনি এই দুই রুটে বিমান চালু করার আর্জি জানান। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী সেই চিঠি পেয়ে মঙ্গলবার পরিবহণমন্ত্রীকে এই চিঠি দেন। উল্লেখ্য, ইন্ডিগো আগরতলা-হায়দ্রাবাদের মধ্যে বিমান চালু করার জন্য অনেকদিন আগেই একটা উদ্যোগ নিয়েছিল।কিন্তু আগরতলা এমবিবি বিমানবন্দরে বিমান অবতরণে আধুনিক যান্ত্রিক সুবিধা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) গত প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে।তাই আইএলএস সুবিধা বন্ধ হয়ে থাকায় গত ৩০ অক্টোবর থেকে চালু শীতকালীন বিমানসূচিতে আগরতলা-হায়দ্রাবাদের মধ্যে যাতায়াতে বিমান রাখেনি ইন্ডিগো।বিমানবন্দরে পুরানো আইএলএস যন্ত্র পরিবর্তন করে নতুন আইএলএস যন্ত্র বসাতে দীর্ঘ প্রায় ছয় মাস লেগে যায়।গত প্রায় একমাস আগে আইএলএস যন্ত্র বসানোর কাজ শেষ হয়।যন্ত্র বসানোর পর গত এক সপ্তাহ আগে এয়ারপোর্ট অথরিটির নির্দিষ্ট একটি বিমান এসে নতুন যন্ত্রের পরীক্ষা অর্থাৎ টেস্টিং করা হয়।নতুন আই এল এস যন্ত্রের সাহায্যে সেই বিমানটি বার বার বিমানবন্দর রানওয়েতে অবতরণ করে ও আকাশে উঠে যায়।যন্ত্রের পরীক্ষার কাজও এক সপ্তাহ আগে শেষ হলেও এখন পর্যন্ত নতুন যন্ত্র চালু করার অনুমতি আসেনি বিমানবন্দরে। দিল্লীস্থিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তর থেকে নতুন যন্ত্র চালু করার অনুমতি দেবে।যন্ত্র পরীক্ষা করার পর যন্ত্র ঠিক আছে কিনা তার রিপোর্ট গেছে দিল্লীর সেই দপ্তরে।এদিকে,আইএলএস যন্ত্রের সুবিধা চালু না থাকায় এখন শীতে ঘন কুয়াশায় ও খারাপ আবহাওয়ায় বিমান অবতরণ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ায় বিমান বিলম্ব বা বাতিলও হতে পারে।বিমান যাত্রী ও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে,রাজ্য সরকার যেন দিল্লীতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলে দ্রুত আইএলএস যন্ত্র চালু করার জন্য।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

6 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago