Categories: দেশ

হারিয়ে যাওয়া মালিককে খুঁজে পেতে সাহায্য করল তার পোষা কুকুর

এই খবর শেয়ার করুন (Share this news)

গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া মালিককে খুঁজে বাড় করল তার পোষা কুকুর। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবমোগার হোসানগর তালুকের সুডুরু গ্রামে। শিবমোগার হোসানগর তালুকের সুডুরু গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সি
শেখরপ্পা। প্রতিদিনের মতো গত শনিবার শেখরপ্পা তার বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গভীর জঙ্গলে গিয়েছিলেন। প্রতিদিন তিনি সকাল ৬টার সময় তার বাড়ি থেকে ২ কিমি দূরে জঙ্গলে কাঠ আনতে যান। তারপর কাঠ সংগ্রহ করে ১০টার মধ্যে বাড়ি ফিরে আসেন। এক দশকেরও বেশি সময় ধরে প্রতিদিনই তিনি এই কাজটি করে আসছেন। জ্বালানি কাঠ সংগ্রহ করার পর তিনি তার কর্মস্থলে যান। তার কর্মস্থল আয়ানুরু শহরে। সেখানের একটি হোটেলে তিনি কাজ করেন। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় শেখরপ্পার স্ত্রী ও মেয়ে প্রতিবেশীদের খবর দেন। শেখরপ্পার পরিবােরর সদস্য এবং শিবমোগা হোসানগর তালুকের গ্রামবাসীরা যৌথভাবে তার অনুসন্ধান শুরু করেছিলেন। সেই তল্লাশি অভিযানে যোগ দেয় শেখরপ্পার ৭ বছরের সঙ্গী পোষা কুকুর ‘টমি’। গ্রামবাসীরা জানায়, যখন তারা শেখরপ্পাকে সেই বিশাল জঙ্গলে খুঁজছিলেন তখন কুকুরটি হঠাৎ করে দৃষ্টির বাইরে চলে যায় এবং পরে একটি দূরবর্তী স্থানে প্রচণ্ড ঘেউ ঘেউ করতে দেখা যায় তাকে। গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শেখরপ্পাকে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে কাছাকাছি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাপ এবং ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে যায় শেখরপ্পা। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। শেখরপ্পাকে রাতে বাড়িতে নিয়ে আসা হয়।
একজন গ্রামবাসী জানিয়েছেন, টমি গত সাত বছর ধরে শেখরপ্পার বাড়িতে থাকত। সে প্রতিদিনই প্রায় শেখরপ্পার সঙ্গে জঙ্গলে যেত, টমির কারণেই শেখরপ্পাকে খুঁজে পেতে সুবিধে হয়েছে গ্রামবাসীদের। শেখরপ্পাও তার পোষ্যটিক কাছে ঋণী। যতদিন শেখরপ্পা বেঁচে থাকবেন ততদিন টমির যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

2 hours ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

12 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

12 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

12 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

12 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

12 hours ago