ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পরাজয়ের পর এখন সীমিত ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর জন্য জোর লড়াই চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল । সেই লক্ষ্যে টি – টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ইতিমধ্যেই রোহিত অ্যান্ড কোং ৫০ রানে জয় ছিনিয়ে নিয়েছে । আর সেই ম্যাচেই ভারতীয় দলের জার্সিতে হার্দিক পান্ডিয়া ঝোড়ো ব্যাটিং করে ম্যাচের অর্ধশতরান করেছিলেন । সেই ম্যা পরেই ভারতীয় দলের অধিনয়াক রোহিত শর্মা পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হলেন ।
দীর্ঘ খারাপ সময় কাটিয়ে এখন পান্ডিয়া ভারতীয় দলে প্রত্যাবর্তন করে যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে খুশি রোহিত । বল , ব্যাট , ফিল্ডিং এমনকী অধিনায়ক হিসাবেও অসাধারণ ফর্মে রয়েছেন পান্ডিয়া।
তিনি দলে স্বমেজাজে ফেরার ফলে এখন যে ভারতীয় দল আগের থেকে আরও শক্তিশালী হয়েছে সেটাও স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা । ইংল্যান্ডের মাটিতে জাতীয় দলের হয়ে খেলার আগে হার্দিক পান্ডিয়া আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন । সেখানে তার অধিনায়কত্বে জয়ী হয়েছিল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে পান্ডিয়া অর্ধশতরান করার পাশাপাশি নিয়েছেন ৪ টি উইকেট । আন্তর্জাতিক টি – টোয়েন্টি ক্রিকেটে এই ম্যাচেই ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স করলেন হার্দিক । এর আগে ভারতের সেরা অলরাউন্ড পারফরম্যান্স ছিল যুবরাজ সিংহের । তিনি একটি ম্যাচে অর্ধশতরান করার পাশাপাশি ৩ টি উইকেট নিয়েছিলেন ।
সেটাই ছিল কোনও ভারতীয় ক্রিকেটারের সেরা । রোহিত নিজেও ব্যাট হাতে শুরুটা ভাল করেছিলেন । তিনি আউট হয়ে ফিরলেও হার্দিকের নৈপুণ্যে ভারতের স্কোর পৌঁছে গিয়েছিল ১৯৮ রানে । ম্যাচের পর সাংবাদিকদের সামনে এসে পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে রোহিত বলেছেন , ‘ হার্দিকের বোলিং দেখে আমি মুগ্ধ । ভবিষ্যতে আরও বল করতে চায় হার্দিক । ওর বলে গতি ও বৈচিত্র্য দুই – ই রয়েছে । এই সুবিধাটাই আমরা নিতে চেয়েছিলাম । তাই প্রথমে আমরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম । নতুন বলে আমাদের বোলাররা সুইংকে কাজে লাগিয়েছে । ফিল্ডিং মাঝেমধ্যে আমাদের খারাপ হয়েছে । কিছু ক্যাচও ফস্কেছে ।
আশা করছি , পরের ম্যাচগুলিতে সেগুলো ঠিক হয়ে যাবে । ‘ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পান্ডিয়া ৪ ওভার বোলিং করে ৩৩ রানের বদলে ৪ উইকেট পেয়েছিলেন । ইংল্যান্ডের জেসন রয় , ডায়িদ মালান , লায়াম লিভিংস্টোন , স্যাম কুরানের উইকেট নিয়েছিলেন গুজরাট অধিনায়ক । ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহল জোড়া উইকেট নিয়েছিলেন । নিয়েছিলেন । টি – টোয়েন্টি আন্তর্জাতিকে একই ম্যাচে অর্ধশতরান এবং ৪ উইকেট নেওয়ার নজির রয়েছে শেন ওয়াটসন , ডোয়েন ব্র্যাভো , মহম্মদ হাফিজ এবং সামিউল্লাহ শিনওয়ারির । তাদের সঙ্গে এবার একই সারিতে চলে এলেন হার্দিক । নতুন রেকর্ড গড়ে হার্দিক বলেছেন , ‘ ক্রিকেট এখন দারুণ উপভোগ করছি ।
শরীরকে সর্বোচ্চ পর্যায়ের জন্য তৈরি করতে প্রচুর সময় দিয়েছি নিজেকে । সিরিজ শুরুর আগে যতটা সময় পেয়েছি তাকে কাজে লাগানোর চেষ্টা করেছি । বিরতিটা দরকার ছিল । আমার মতে , একশো শতাংশ দিতে না পারলে খেলা উচিত নয় । ফের ক্রিকেটে ফিরে আসতে পেরে আমি খুশি । ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ী হওয়ার পর ভারতীয় দল এখন শনিবারের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে টি – টোয়েন্টি ফর্ম্যাটের সিরিজে জয়ী হতে চাইছে ।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…