অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার ছাড়পত্র অর্জন করলো সংহতি ক্লাব।সোমবার নরসিংগড়ের টিআইটি মাঠে গতবারের চ্যাম্পিয়ন সংহতি চলতি টুর্নামেন্টের কো: ফাইনালে হার্ভেকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। ছয় উইকেটের বড় জয় পায় সংহতি ক্লাব।
ম্যাচে হার্ভে ক্লাব প্রথম ব্যাট করে ৪২ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে।এর জবাবে সংহতি ২৯.৫ ওভার খেলে মাত্র চারখানা উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয়। একদিন আগেই চিলমানের বিরুদ্ধে রোমাঞ্চকর টাই ম্যাচে সুপার ওভারে চলমানকে ছিটকে দিয়েছিল হার্ভে। কিন্তু আজ তারা তেমন একটা সুবিধা করতে পারেনি।যদিও দলকে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিতে ব্যাট হাতে কপিল সিং যাদব ও রিতিয়ান দে-রা আপ্রাণ চেষ্টা করে।কিন্তু সংহতির তারকা স্পিনার চিরঞ্জিৎ পাল এদিন নিজের ছন্দে ছিলেন।স্পিনের ফাঁদে জড়িয়ে প্রতিপক্ষের চার উইকেট তুলে তাদের অল্প রানে আটকে দলকে ম্যাচ জয়ের রাস্তা তৈরি করে দেয় চিরঞ্জিৎ।
এদিন হার্ভে ক্লাব প্রথম ব্যাট করার সুযোগ পায়। কপিল সিং যাদব ১২৪ বল খেলে ৬০ রান করে। এছাড়া রিতিয়ান দে ৪৬ বলে করে ৪৩ রান। বোলিংয়ে চিরঞ্জিৎ পাল (৪১/৪) ছাড়া সানি সিং ১৭/২ ও আরুশ সর্বওয়াল ৩৩/২ চমৎকার বোলিং করে। ম্যাচ জেতার জন্য দরকার ৩০০ বলে ১৫৯ রান। সংহতির হয়ে অর্কপ্রভ সিন্হা ৪৮ বলে ৪৪ ও তন্ময় ঘোষ ৮০ বলে ৪৬ রান করলে জয়ের পথ মসৃণ হয়ে যায়। এর পরই অরিন্দম বর্মণের ব্যাটিং ঝড় শুরু। ২৪ বলে ৪২ রান করে দলকে ছয় উইকেটের জয় এনে দেয়। অরিন্দমের ঝড়ো ইনিংসটি চারটি চার ও চারটি ছয়ে সাজানো ছিল। আগামী তেসরা এপ্রিল ফাইনালের টিকিট সংগ্রহে সংহতি ও জেসিসি লড়বে।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…