হার্ভেকে হারিয়ে এ গ্রুপে রানার্স, শেষ আটে ওপিসি!!

 হার্ভেকে হারিয়ে এ গ্রুপে রানার্স, শেষ আটে ওপিসি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ব্লাডমাউথের সঙ্গে এ গ্রুপের রানার্স হয়েই সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে কো: ফাইনালে পৌঁছে গেলো একঝাঁক স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া ওল্ড পেল সেন্টার (ওপিসি)। গতকাল ওপিসি সংহতিকে হারিয়ে বড় চমক দিয়েছিল। তারপর আজ শনিবার তারা গ্রুপের ষষ্ঠ তথা শেষ ম্যাচে হার্ভের বিরুদ্ধে সাত উইকেটে বড় জয় তুলে কো: ফাইনালে খেলার টিকিট সংগ্রহ করে নেয়। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠেই পরের ম্যাচ বিসিসি একুশ রানে হারিয়ে দেয় পোলস্টার ক্লাবকে। ম্যাচ জেতার বা হারায় দু’দলের কোনও দলেরই খুব একটা ক্ষতি বা লাভ হলো না। কারণ ইতোমধ্যেই দু’দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। পিটিএজি মাঠে সকালের ম্যাচে হার্ভে ক্লাব প্রথম ব্যাট করে ১৮.৫ ওভারে ৯৩ রান তুলে। এর জবাবে ওপিসি ১৫.২ ওভার খেলে মাত্র তিনটি উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয়।এই জয়ে ওপিসি ছয় ম্যাচে পাঁচ জয়, কুড়ি পয়েন্ট তুলে কো: ফাইনালে পৌঁছে। এদিন ওপিসির পক্ষে সপ্তজিৎ দাস ৪১ বলে ৪৭ রান করে। হার্ভের পক্ষে আর্মান হোসেন (২৪), ফোর সাহিল সুলতান (১৬) রান তুলে। বোলিংয়ে ওপিসির পক্ষে ‘রাম্বা শুভম ঘোষ (১০/৩), দীপেন বিশ্বাস (১৮/২) ও অভিজিৎ মৃত্যু দেববর্মা ৫ রানে এক উইকেট নেয়। এই মাঠেই অন্য ম্যাচে বক্সি বিসিসি একুশ রানের জয় পায়। হারিয়ে দেয় পোলস্টারকে। বিসিসি প্রথম ব্যাট করে কুড়ি ওভারে ৫ উইকেটে ১১৮ রান করে। আকাশ দেব ৪২ (২৮) রান করে। জবাবে পোলস্টার ২০ ওভারে ৯৭ রানই তুলতে পারে। দিনের অন্য ম্যাচে কসমোপলিটন ৪ উইকেটে হারিয়ে দেয় শতদল সংঘকে। জেসিসি নয় উইকেটে ইউবিএসটিকে হারিয়ে কো: ফাইনালে উঠে। সংহতি ক্লাব ৭৫ রানের বড় ব্যবধানে চলমান সংঘের বিরুদ্ধে জয় তুলে কো: ফাইনালে উঠে যায়।মৌচাক ক্লাব ৯৩ রানের বড় জয় পায়।হারিয়ে দেয় ইউবিএসটিকে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.