হাসপাতালের কাউন্টারে জেনেরিক মেডিসিন সংকট!!

 হাসপাতালের কাউন্টারে জেনেরিক মেডিসিন সংকট!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার হাসপাতালের রোগীর জন্য খুব সস্তায় ও গুণমানসম্পন্ন জন ওষুধি তথা জেনেরিক মেডিসিন হাসপাতাল কাউন্টার থেকে ক্রয় করার সুবিধা চালুর কথা ক্রমাগত পত্র পত্রিকায় ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ইতিপূর্বে জানিয়েছে। কিন্তু রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে শুরু করে রাজ্যের হাসপাতালগুলিতে সেই সুবিধা মিলছে না বলে প্রতিদিনই এই অভিযোগ করছেন রোগী ও রোগীর আত্মীয়স্বজন। যার ফলে হাসপাতালের রোগীকে সুস্থ করার জন্য ওষুধের দোকান থেকে চড়া মূল্যে ওষুধ ক্রয় করে এনে দিতে হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর আত্মীয়স্বজনদের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার -পত্রপত্রিকায় ও সংবাদমাধ্যমে – ব্যাপকভাবে বিজ্ঞাপন দিয়ে হাসপাতাল কাউন্টার থেকে গুণমানসম্পন্ন খুব সস্তায় জেনেরিক মেডিসিন ক্রয় করে নেওয়ার জন্য প্রচার করার কী অর্থ আছে। কারণ হাসপাতালগুলিতে সেই -সুবিধার দেখা নেই। জিবি, আইজিএম, টিএমসি সহ জেলা হাসপাতালগুলিতে বেশ কয়েক বছর আগেই জেনেরিক – মেডিসিন কাউন্টার খোলা হয়। যদিও জিবি হাসপাতাল টিএমসি হাসপাতাল – সহ কয়েকটি জেলা হাসপাতালে – কাউন্টার খোলা হলেও এইসব – কাউন্টার হাসপাতালের এমন জায়গায় খোলা হয়েছে যে কাউন্টার খুঁজে পেতে রোগী ও রোগীর আত্মীয়কে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। চোখের – আড়ালে কাউন্টারগুলি খোলা বা চালু করা হয়েছে। রাজ্যের প্রধান হাসপাতাল জিবি’র জেনেরিক মেডিসিন কাউন্টার ও বর্তমানে যে জায়গায় রয়েছে রোগী ও রোগীর আত্মীয়স্বজন কাউন্টার খুঁজে পেতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। পুরনো বহিঃ বিভাগ ভবনের বাইরে নির্জন এক চিলতে পরিত্যক্ত জায়গায় সাইনবোর্ড হিন জেনেরিক মেডিসিন কাউন্টারের অস্তিত্ব জানান দিচ্ছে। রোগী ও রোগীর আত্মীয়স্বজনের অভিযোগ কোন কাজে আসছে জিবির জেনেরিক মেডিসিন কাউন্টার। শুধু তাই নয়, জিবির জেনেরিক মেডিসিন কাউন্টারে নেই পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী। হাসপাতালের চিকিৎসকরাও প্রেসক্রিপশনে এখন আর জেনেরিক মেডিসিন লিখছেন না বলে রোগী ও রোগীরা আত্মীয়স্বজনের অভিযোগ। শুধুজর জিবিতেই নয়, আইজিএম, টিএমসি এবং জেলা হাসপাতালগুলিতেও জেনেরিক মেডিসিন কাউন্টার রয়েছে সেই হাসপাতালাগুলিতেও জেনেরিক মেডিসিনের সঙ্কট রয়েছে। সেই হাসপাতালগুলিতে ও চিকিৎসক এখন আর জেনারিক মেডিসিন নেওয়ার জন্য প্রেসক্রিপশনে লিখছেন না বলেও অভিযোগ। কোন চিকিৎসক যদি প্রেসক্রিপশনে জেনেরিক মেডিসিন লিখেও থাকেন কাউন্টারে গিয়ে সেই ওষুধ মিলছে না বলে অভিযোগ। ফলে রোগীকে সুস্থ করে তুলতে প্রেসক্রিপশনের প্রায় সব ওষুধ দোকান থেকে চড়া মূল্যেই কিনে আনছেন রোগী রোগীর আত্মীয়। বিকল্প ব্যবস্থায় জিবিতে রোগী কল্যাণ সমিতির পরিচালিত যে ওষুধ কাউন্টার রয়েছো সেই কাউন্টারে সস্তা ওষুধ বিক্রির জন্য চালু করা হলেও চিকিৎসকের প্রেসক্রিপশনের ৭০-৭৫ শতাংশ ওষুধই পাচ্ছেন না রোগীরা। জেনেরিক মেডিসিন হাসপাতালের কাউন্টারে সরবরাহ করার দায়িত্বে রয়েছে মার্কফেড। কিন্তু জেনেরিক মেডিসিনের সুব্যবস্থা ও সঙ্কট কেন মার্কফেড মেটাচ্ছে না সেই বিষয়ে ক্ষুব্ধ রোগীরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.