এই খবর শেয়ার করুন (Share this news)
দৈনিক সংবাদ অনলাইন, অমরপুর।। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বুধবার অমরপুরের উপনগরী নুতন বাজার গ্রামীণ হাসপাতালের নবনির্মিত হাসপাতাল বাড়ির দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা। ওই অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে এদিন রাজধানী থেকে সকাল এগারোটা নাগাদ হেলিকপ্টারে অমরপুরে যান মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বিধায়ক রঞ্জিত দাস, দলের জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার, মহকুমা ম্যাজিস্ট্রেট অসিত কুমার দাস সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।পরে সড়ক পথে অমরপুর থেকে নুতন বাজারের উদ্দেশ্যে রওনা হন। নুতন বাজার যাওয়ার পথে দলুমাস্থিত পঞ্চম বাহিনী টিএসআর সদর কার্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের ও কর্মীদের সাথে কথা বলেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই আয়োজিত একটি শিশুর মুখে ভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মায়ের কোলে থাকা শিশুর মুখে প্রসাদ তুলে দেন।