হাসপাতালে এবার ‘জিরো প্রেসক্রিপশন পলিসি’!!
অনলাইন প্রতিনিধি :-পুর হাসপাতালে চিকিৎসককে দেখানোর পরে তার প্রেসক্রাইব করা ওষুধ যাতে হাসপাতালের বাইরে থেকে রোগী বা তার পরিবারের লোকেরা কিনতে না পারেন সেজন্য এবার ‘জিরো প্রেসক্রিপশন পলিসি’ নিয়ে এল ব্রিহানমুম্বাই পুর নিগম (বিএমসি)।রোগীদের যাতে হাসপাতালের নির্দিষ্ট স্টোর থেকে ওষুধ পেতে কোনও অসুবিধা না হয় সেজন্য বিএমসি-র সেন্ট্রাল পার্চেজ বিভাগের ওষুধের আইটেম বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।বর্তমানে এখানে ১০০০ আইটেম (ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জাম) রয়েছে,সেটাই বাড়িয়ে ৪০০০ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।এতে রোগীদের আর বাইরে থেকে কোনও ওষুধ কিনতে হবে না বলেই মনে করছেন পুর নিগম কর্তৃপক্ষ। হাসপাতালগুলিতে কী ধরনের ওষুধের প্রয়োজন রয়েছে তার
তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই ৪০০০ আইটেমের মধ্যে ওষুধ থেকে শুরু করে অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জামও রয়েছে বলেই জানানো হয়েছে পুর নিগমের তরফে।কেইএম হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সরকারের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।এই প্রথম দেশের মধ্যে কোনও পুর নিগম এমন পলিসি নিয়ে এল বলে দাবি করা হয়েছে বিএমসি-র তরফে।পুর নিগম পরিচালিত হাসপাতালগুলিতে ওষুধের আইটেম কম থাকার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই ওষুধের সংগ্রহ কেমন রয়েছে তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত করে রাজ্য সরকার।বিএমসি-র তরফে জানানো হয়েছে,আগামীদিনে ওষুধের সংগ্রহের দিকটি বাড়ানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।