হাসপাতালে ভর্তি জুবিন গর্গ!!

 হাসপাতালে ভর্তি জুবিন গর্গ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘ইয়া আলি’র গায়ক ৷ বুধবার রাতে সিনেমার এক প্রিমিয়ারে গিয়েছিলেন গায়ক ৷ আগে থেকেই তিনি নাকি অসুস্থবোধ করছিলেন ৷ প্রিমিয়ারে আচমকাই শরীর বেশি খারাপ হলে দ্রুত গায়ককে হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে গায়ক বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে গতকাল রাত ১ টা নাগাদ ভর্তি করা হয় গায়ককে ৷ তবে এখনও পর্যন্ত হাসপাতালে তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি ৷ তবে একাধিক পরীক্ষা নিরিক্ষা চলছে জুবিনের ৷

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.