হাসপাতালে শয্যাশায়ী অভিষেক ব্যানার্জি!!
অনলাইন প্রতিনিধি :-হাসপাতালে শয্যাশায়ী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। রবিবার সকালে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হোন এবং সুত্রের খবর তাঁর শরীরে অস্রোপচার হবে। তবে জানা গেছে এবার চোখে নয় অস্ত্রোপচার হবে অভিষেকের পেটে। চলতি সপ্তাহেই রাজনীতি থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন অভিষেক। এতে জল্পনা ছিল তুঙ্গে, তবে কি অভিষেক রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন? সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটয়ে আজ জট স্পষ্ট হলো চিকিৎসা জনিত কারনে তৃনমুল সর্বভারতীয় সম্পাদক রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছেন।