হাসিনাকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশ যাচ্ছেন বিদেশমন্ত্রী।
দৈনিক সংবাদ অনলাইনঃ আগামী ২৮ এপ্রিল দু-দিনের ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।সেখানে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর বাংলাদেশেল বিদেশমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন জয়শঙ্কর।
২০২১ মার্চে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলাদেশ গিয়ে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ দিয়ে আসেন নরেন্দ্র মোদি। পক্ষান্তরে করোনা মহামারির কারণে গত বছর এই সফর আর সম্ভব হয়নি। তাই এবার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেই আমন্ত্রণ পত্রসহ বাংলাদেশ সফরে জাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলে খবর। ২০২১ সালে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দু’জনেই বাংলাদেশ সফর করেছেন। সঙ্গত কারণেই এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে।