Categories: বিদেশ

হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুলে তীব্ৰ চাপের মুখে রাষ্ট্রপতি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- শেখ হাসিনা পদত্যাগ করেননি, তার পদত্যাগের কোনও দালিলিক প্রমাণ তার কাছে নেই- এমন তথ্য ফাঁস করে ড. ইউনুসের অন্তর্বর্তী সরকারের তোপের মুখে পড়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারকে চরম বেকায়দায় ফেলার অভিযোগ তুলে অবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। ছাত্রনেতারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতির সরকারী বাসভবন বঙ্গভবন ঘেরাও করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কারণে ছাত্রনেতারা বঙ্গভবনে ঢুকতে পারেননি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, ‘তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনও দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।’ ৫ আগষ্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির
কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি তার কাছে শেখ হাসিনার কোনও পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনও প্রমাণ পৌছায়নি। রাষ্ট্রপতির ভাষ্যে, আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি। কিন্তু ব্যার্থ হয়েছি। হয়তো তার সময় হয়নি।রাষ্ট্রপতির মুখ থেকে এমন কথা শোনার পরপরই সারা দেশে তোলপাড় শুরু হয়। সবাই নিশ্চিত হয়ে যায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। এরপরই ঢাকার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে মিছিল বের করা হয়। মিছিলকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
রাষ্ট্রপতির বক্তব্যের পর সবাই অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করতে শুরু করে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সমর্থক বৈষম্যবিরোধী ছাত্রনেতারা রাষ্ট্রপতিকে অবিলম্বে পদত্যাগ করে চলে যাওয়ার আলটিমেটাম দেয়। একদল ছাত্র রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছাত্রনেতারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মিটিং-মিছিল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম রাষ্ট্রপতিকে উদ্দেশ করে বলেন, ‘কী খেয়ে, কার কথা শুনে, মানসিক অবস্থার কোন পর্যায়ে গিয়ে, এখন মুখ দিয়ে কার চক্রান্ত উচ্চারণ করছেন যে, আপনার কাছে পদত্যাগপত্র নাই?’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা ফ্যাসিস্ট রাষ্ট্রপতি সহ সব ফ্যাসিস্ট দোসরদের একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যদি বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনিদের কোনও উৎপাত লক্ষ্য করি, ছাত্র- জনতা ৫ আগষ্টের মতো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।’ আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। তিনি কীভাবে রাষ্ট্রপতি পদে আছেন, আমরা জানতে চাই। তিনি দুরকম কথা বলার পরও কীভাবে এতো বড় একটা পদে বসে থাকেন? রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত তার পদ থেকে পদত্যাগ না করবেন সে পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে এক বিশাল সমাবেশে বৈষম্যবিরোধী চান্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এই শহিদ মিনার থেকে জানানো হয়েছিল। আজও এই শহিদ মিনার থেকেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবির ঘোষণা দিচ্ছি। এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত করতে হবে। বিএ ত্রী সেলিমা রহমান বলেছেন, রাষ্ট্রপতি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দো একে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

4 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

4 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

4 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

4 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago