Categories: বিদেশ

হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুলে তীব্ৰ চাপের মুখে রাষ্ট্রপতি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- শেখ হাসিনা পদত্যাগ করেননি, তার পদত্যাগের কোনও দালিলিক প্রমাণ তার কাছে নেই- এমন তথ্য ফাঁস করে ড. ইউনুসের অন্তর্বর্তী সরকারের তোপের মুখে পড়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারকে চরম বেকায়দায় ফেলার অভিযোগ তুলে অবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। ছাত্রনেতারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতির সরকারী বাসভবন বঙ্গভবন ঘেরাও করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কারণে ছাত্রনেতারা বঙ্গভবনে ঢুকতে পারেননি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, ‘তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনও দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।’ ৫ আগষ্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির
কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি তার কাছে শেখ হাসিনার কোনও পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনও প্রমাণ পৌছায়নি। রাষ্ট্রপতির ভাষ্যে, আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি। কিন্তু ব্যার্থ হয়েছি। হয়তো তার সময় হয়নি।রাষ্ট্রপতির মুখ থেকে এমন কথা শোনার পরপরই সারা দেশে তোলপাড় শুরু হয়। সবাই নিশ্চিত হয়ে যায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। এরপরই ঢাকার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে মিছিল বের করা হয়। মিছিলকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
রাষ্ট্রপতির বক্তব্যের পর সবাই অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করতে শুরু করে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সমর্থক বৈষম্যবিরোধী ছাত্রনেতারা রাষ্ট্রপতিকে অবিলম্বে পদত্যাগ করে চলে যাওয়ার আলটিমেটাম দেয়। একদল ছাত্র রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছাত্রনেতারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মিটিং-মিছিল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম রাষ্ট্রপতিকে উদ্দেশ করে বলেন, ‘কী খেয়ে, কার কথা শুনে, মানসিক অবস্থার কোন পর্যায়ে গিয়ে, এখন মুখ দিয়ে কার চক্রান্ত উচ্চারণ করছেন যে, আপনার কাছে পদত্যাগপত্র নাই?’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা ফ্যাসিস্ট রাষ্ট্রপতি সহ সব ফ্যাসিস্ট দোসরদের একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যদি বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনিদের কোনও উৎপাত লক্ষ্য করি, ছাত্র- জনতা ৫ আগষ্টের মতো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।’ আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। তিনি কীভাবে রাষ্ট্রপতি পদে আছেন, আমরা জানতে চাই। তিনি দুরকম কথা বলার পরও কীভাবে এতো বড় একটা পদে বসে থাকেন? রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত তার পদ থেকে পদত্যাগ না করবেন সে পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে এক বিশাল সমাবেশে বৈষম্যবিরোধী চান্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এই শহিদ মিনার থেকে জানানো হয়েছিল। আজও এই শহিদ মিনার থেকেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবির ঘোষণা দিচ্ছি। এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত করতে হবে। বিএ ত্রী সেলিমা রহমান বলেছেন, রাষ্ট্রপতি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দো একে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

19 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

19 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

19 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

19 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

19 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago