হাসিনার ভারত সফরের আগেই খুলে যাচ্ছে স্বপ্নের মৈত্রী সেতু।

 হাসিনার ভারত সফরের আগেই খুলে যাচ্ছে স্বপ্নের মৈত্রী সেতু।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের আগেই মৈত্রী সেতু খুলে দেওয়া হচ্ছে। সেপ্টেম্বরে এই আন্তর্জাতিক সেতুটি খুলে দেওয়ার জন্য ঢাকা-নয়াদিল্লী কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা শুরু হয়েছে। ঢাকার চাপ ছিল হাসিনা দিল্লী পা রাখার আগেই এই মৈত্রী সেতু খুলে দেওয়ার জন্য। সংবাদসূত্রে জানা গেছে, ঢাকা তাদের অনুমোদনের কথা দিল্লীকে জানিয়ে দেয়। ঢাকার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর নয়াদিল্লী তৎপরতা শুরু করে। সব ঠিকঠাক থাকলে আগামী পয়লা সেপ্টেম্বর মৈত্রী সৈতু খুলে দেওয়া হতে পারে।এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলছে গোটা ত্রিপুরা রাজ্য। দক্ষিণ
জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ আজ এই নিয়ে এক উচ্চপর্যায় বৈঠক করেন সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে। জেলাশাসক জানান, সমস্ত টেকনিক্যাল দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। মৈত্রী সেতুর ভারতীয় অংশে চব্বিশ ঘণ্টা ডিউটির জন্য সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের মোতায়ন করা হবে। মৈত্রী সেতুটি চালু করার জন্য সেপ্টেম্বর মাসকে টার্গেট করা হয়েছিল আগেই। ঢাকার লক্ষ্য শেখ হাসিনার ভারত সফরের আগে মৈত্রী সেতু চালু করে দিতে পারলে ইতিবাচক বার্তা যাবে নয়াদিল্লীর কাছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রথম দুই দিক দিয়ে লোক চলাচল করবে। দ্বিতীয় দিকটি বাণিজ্যিক। আন্তর্জান্তিক পণ্য এই মৈত্রী সেতু দিয়ে চলাচল করবে। নয়াদিল্লী চাইছে ২০২৪ মার্চ মাসের মধ্যে পুরোদমে মৈত্রী সেতু সাবালক হয়ে পড়বে। ভারত-বাংলা সম্পর্কের উষ্ণতার পরশ এই মৈত্রী থেকে ঘিরে আবর্তিত হবে। এশিয়ার প্রবেশদ্বার হতে চলছে এই মৈত্রী সেতু। চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে সোনালী দ্বার খুলে যাবে। চট্টগ্রাম সামুদ্রিক বন্দরে নোঙ্গর হওয়া ভারতীয় পণ্য চট্টগ্রাম রামগড় হয়ে মৈত্রী সেতুর কাছে পৌঁছে যাবে। ভারতীয় অঞ্চলে পরিকাঠামো সুবিধাজনক অবস্থায় রয়েছে। রেললাইন মৈত্রী সেতুর স্পর্শরেখার মধ্যে রয়েছে। সঙ্গে রয়েছে সাক্রম আগরতলা মসৃণ জাতীয় সড়ক। এই দুই পথ ধরে আন্তর্জাতিক পণ্য বাণিজ্য নতুন মাত্রা পাবে। আন্তর্জাতিক পণ্য বাণিজ্য শুরু করার কাছাকাছি অবস্থায় চলে এসেছে ভারত-বাংলা দুই দেশই। সেপ্টেম্বরে মৈত্রী সেতু খুলে গেলে শুরু হবে স্বপ্নের লম্বা দৌড়। আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের নতুন ঠিকানা ত্রিপুরার সাব্রুমের ফেনী নদীর উপর তৈরি মৈত্রী সেতু।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.