হাসিনার ভারত সফরের আগেই খুলে যাচ্ছে স্বপ্নের মৈত্রী সেতু।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের আগেই মৈত্রী সেতু খুলে দেওয়া হচ্ছে। সেপ্টেম্বরে এই আন্তর্জাতিক সেতুটি খুলে দেওয়ার জন্য ঢাকা-নয়াদিল্লী কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা শুরু হয়েছে। ঢাকার চাপ ছিল হাসিনা দিল্লী পা রাখার আগেই এই মৈত্রী সেতু খুলে দেওয়ার জন্য। সংবাদসূত্রে জানা গেছে, ঢাকা তাদের অনুমোদনের কথা দিল্লীকে জানিয়ে দেয়। ঢাকার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর নয়াদিল্লী তৎপরতা শুরু করে। সব ঠিকঠাক থাকলে আগামী পয়লা সেপ্টেম্বর মৈত্রী সৈতু খুলে দেওয়া হতে পারে।এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলছে গোটা ত্রিপুরা রাজ্য। দক্ষিণ
জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ আজ এই নিয়ে এক উচ্চপর্যায় বৈঠক করেন সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে। জেলাশাসক জানান, সমস্ত টেকনিক্যাল দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। মৈত্রী সেতুর ভারতীয় অংশে চব্বিশ ঘণ্টা ডিউটির জন্য সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের মোতায়ন করা হবে। মৈত্রী সেতুটি চালু করার জন্য সেপ্টেম্বর মাসকে টার্গেট করা হয়েছিল আগেই। ঢাকার লক্ষ্য শেখ হাসিনার ভারত সফরের আগে মৈত্রী সেতু চালু করে দিতে পারলে ইতিবাচক বার্তা যাবে নয়াদিল্লীর কাছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রথম দুই দিক দিয়ে লোক চলাচল করবে। দ্বিতীয় দিকটি বাণিজ্যিক। আন্তর্জান্তিক পণ্য এই মৈত্রী সেতু দিয়ে চলাচল করবে। নয়াদিল্লী চাইছে ২০২৪ মার্চ মাসের মধ্যে পুরোদমে মৈত্রী সেতু সাবালক হয়ে পড়বে। ভারত-বাংলা সম্পর্কের উষ্ণতার পরশ এই মৈত্রী থেকে ঘিরে আবর্তিত হবে। এশিয়ার প্রবেশদ্বার হতে চলছে এই মৈত্রী সেতু। চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে সোনালী দ্বার খুলে যাবে। চট্টগ্রাম সামুদ্রিক বন্দরে নোঙ্গর হওয়া ভারতীয় পণ্য চট্টগ্রাম রামগড় হয়ে মৈত্রী সেতুর কাছে পৌঁছে যাবে। ভারতীয় অঞ্চলে পরিকাঠামো সুবিধাজনক অবস্থায় রয়েছে। রেললাইন মৈত্রী সেতুর স্পর্শরেখার মধ্যে রয়েছে। সঙ্গে রয়েছে সাক্রম আগরতলা মসৃণ জাতীয় সড়ক। এই দুই পথ ধরে আন্তর্জাতিক পণ্য বাণিজ্য নতুন মাত্রা পাবে। আন্তর্জাতিক পণ্য বাণিজ্য শুরু করার কাছাকাছি অবস্থায় চলে এসেছে ভারত-বাংলা দুই দেশই। সেপ্টেম্বরে মৈত্রী সেতু খুলে গেলে শুরু হবে স্বপ্নের লম্বা দৌড়। আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের নতুন ঠিকানা ত্রিপুরার সাব্রুমের ফেনী নদীর উপর তৈরি মৈত্রী সেতু।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

2 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

2 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

2 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

3 hours ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

3 hours ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

3 hours ago