হিন্দির চাপে স্ট্যালিন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

কেন্দ্রীয় সরকারের ত্রি-ভাষা নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আবারো জোরালো হচ্ছে। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে শিক্ষাখাতে আটকে থাকা বরাদ্দ মুক্ত করার আবেদন জানিয়ে বলেছেন,কেন্দ্রের তিন ভাষা নীতির বিরোধিতা করে জাতীয় শিক্ষানীতি বলবৎ করেনি তামিলনাডু।আর সে কারণেই সমগ্র শিক্ষা অভিযানের খাতে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে।
এতটুকু অবধি কেন্দ্র বনাম তামিলনাডু সরকারের অভিযোগ ঠিক ছিল।কিন্তু অবস্থা ভিন্ন খাতে মোড় নেয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন দাবি করেন তিন-ভাষা নীতি নিয়ে রাজনীতিতে নেমেছেন স্ট্যালিন।এরপরই পরিস্থিতি উত্তাল রূপ নেয়।স্ট্যালিন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন,মৌচাকে ঢিল ছুড়বেন না, তামিলদের লড়াকু মনকে জাগ্রত করতে যাবেন না।তাহলে পরিণাম বীভৎস হবে। স্ট্যালিনের এই হুমকির পরই আগুনে ঘৃতাহুতি পড়ে।তামিলনাড়ু প্রদেশ বিজেপি ‘গেট আউট স্ট্যালিন’কর্মসূচি নাম দিয়ে পথে নামে।অপরদিকে ডিএমকের পক্ষে উদয়নিধি হুশিয়ারি দিয়েছেন,তামিল জনতার অধিকারে যদি হাত পড়ে, তাহলে তামিলনাডুতে ‘গেট আউট মোদি’ কর্মসূচি শুরু হবে। তাৎপর্যপূর্ণ হলো, ভাষা ও রাজনীতির এই লড়াইয়ে স্ট্যালিনের পাশে দাঁড়িয়েছে তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এডিএমকে।যেটা বিজেপির জন্য সুখের খবর নয়।
আসলে ভারতের ভাষাগত বৈচিত্র সব সময়ই তার শিক্ষানীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।ভারতের শিক্ষাক্ষেত্রে দীর্ঘস্থায়ী যতগুলি বিতর্ক রয়েছে তার মধ্যে ত্রি-ভাষা সূত্র একটি অন্যতম বিতর্ক।বিশেষ করে তামিলনাডুর মতো রাজ্য ঐতিহাসিক ভাবে প্রথম থেকেই এই নীতির বিরোধিতা করে আসছে। ১৯৬৮ সালের জাতীয় শিক্ষানীতিতে প্রথম এই তিন ভাষার সূত্র চালু করা হয়েছিল।এতে অ-হিন্দিভাষী রাজ্যগুলিতে শিক্ষার্থীদেরকে তাদের ভাষাগুলোর মধ্যে একটি ভাষাকে হিন্দি হিসাবে শেখার নির্দেশ দেওয়া হয়েছিল, আর এতেই প্রতিবাদে ফেটে পরে তামিলনাড়ু। তারা কট্টর হিন্দি বিরোধিতার নীতি গ্রহণ করে নিজেরা দ্বি-ভাষা নীতি গ্রহণ করতে শুরু করে। যে কারণে তাদের সরকারী স্কুলগুলিতে কেবল তামিল এবং ইংরেজি ভাষাই পড়ানো হয়। তামিলনাড়ু ধারাবাহিকভাবেই যুক্তি দিয়ে এসেছে যে, শিক্ষার্থীদেরকে হিন্দি শিখতে বাধ্য করার অর্থই হোল তামিলকে, যা একটি সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যের অধিকারী একটি ধ্রুপদী ভাষা। তামিলনাড়ু হিন্দি ভাষা চাপিয়ে দেওয়াকে তার নিজের সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়ের জন্য হুমকি হিসাবেই দেখে আসছে। রাজ্যের দলমত নির্বিশেষে প্রায় বেশির ভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করেন যে, হিন্দী শেখার কোনও অতিরিক্ত সুবিধা নেই। কারণটা হলো ইংরেজি এরই মধ্যে ব্যবসা, প্রযুক্তি, চাকরি এবং বিশ্বব্যাপী যোগাযোগের ভাষা হিসাবে কাজ করছে। যদিও ২০২০ সালের নতুন জাতীয় শিক্ষানীতিতে হিন্দি চাপিয়ে না দেওয়ার দাবি করা হলেও তামিলনাড়ুর মানুষ বিশ্বাস করেন ত্রিভাষা সূত্রটি রাজ্যগুলোকে হিন্দি চালু করা জন্যই পরোক্ষ একটা চাপ। প্রসঙ্গত তামিলনাড়ু প্রথম হিন্দি বিরোধী বড় আন্দোলন ১৯৩৭ সালে সংঘটিত হয়েছিল যখন চক্রবর্তী রাজাগোপালাচারীর নেতৃত্বে প্রাদেশিক সরকার স্কুলে স্কুলে হিন্দি বাধ্যতামূলক করার চেষ্টা করে। এই প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল, রক্তক্ষয়, মৃত্যু কিছুই বাদ যায়নি তামিলনাডুতে। ৭ দশক বাদে নতুন করে আবার স্ট্যালিনের অভিযোগ এবং পাল্টা ‘গেট আউট স্ট্যালিন’ প্রচার নিশ্চিতভাবেই ভাষা বনাম রাজনীতির উত্তাপকে বড় দ্রুত ভিন্ন খাতে ঠেলে দিতে চলেছে। তামিলরা ভাষার জন্য যে প্রাণ দিয়েছেন, সেই আবেগ ও সংবেদনশীলতাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করেই বলা যায়, হিন্দির প্রতিপালনের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতির তিন ভাষা মানা না হলে বরাদ্দ আটকে রাখার ব্ল্যাকমেল যা স্ট্যালিনের দৃষ্টিতে রাজনীতি ছাড়া কিছুই নয়, তাহলে অবশ্যই এই অভিযোগের যথার্থতা খুঁজে দেখার দায়িত্বে কেন্দ্র অস্বীকার করতে পারে না।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

18 hours ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

18 hours ago

আইজিএম হাসপাতালে,নিম্নমানের খাবার সরবরাহ বিপাকে রোগী, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যেসব অসুস্থ রোগী ভর্তি থাকেন সেসব অসুস্থ রোগীর…

18 hours ago

ইতিহাস গড়েছেন মোদি: বিপ্লব, নিশ্চিত থাকুন, ভালোর জন্যই ওয়াকফ সংশোধনী: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ভালো কাজ করলে বিরোধীরা এর বিরোধিতা করবেই। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জনজাগরণ…

18 hours ago

হার্টের চিকিৎসা পরিকাঠামোর অভাবে রোগীর মৃত্যু, বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীরআইজিএম হাসপাতালে বুধবার এক রোগীর মৃত্যু ঘিরে ক্ষুব্ধ ও উত্তেজিত রোগীর আত্মীয়ের দৌড়াদৌড়িতে কিছুক্ষণের…

2 days ago

দুর্ঘটনা এড়াতে মানুষকেই সচেতন হতে হবে: বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য অতিথিশালায় 'মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি'র এক সভা থেকে বুধবার রাজ্যের…

2 days ago