হিন্দি ও দেবনাগরী, অমিত শাহের বক্তব্যে ককবরকভাষীদের অস্বস্তি।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ   ৫৬ টি সংগঠনের ঐক্য সংগঠনের তরফে শুক্রবার ককবরকের জন্য রোমান লিপির দাবি সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে তাদের উদ্বেগ প্রকাশ করেছে । আগরতলা প্রেস ক্লাবে আহুত সাংবাদিক সম্মেলনে ঐক্য সংগঠন আরএসকেসির তরফে বলা হয়েছে , উত্তরপূর্বের সব রাজ্যে হিন্দি ভাষা অবশ্য পাঠ্য করার ঘোষণার পাশাপাশি লিপিহীন ভাষার লোকদের দেবনাগরী লিপি নেওয়ার কথা বলেছেন , যা গভীর উদ্বেগের ।
 আরসিকেএস হিন্দি বা দেবনাগরীর বিরুদ্ধে নয় । বরং ছেলেমেয়েরা সিবিএসই , আইসিএসসিতে এই ভাষা পড়ছে । ত্রিপুরায় দুটি সরকারী ভাষা ককবরক এবং বাংলা । ককবরকভাষী ছাত্রছাত্রীরা এই দুটি ভাষায় পঠনপাঠনের পাশাপাশি ইংরেজিও পড়ে থাকে । ইংরেজি মাধ্যমে তো পড়তেই হয় । এবার যদি হিন্দিও বাধ্যতামূলক হয় তাহলে হয়তো তাদের নিজ মাতৃভাষাকেই ত্যাগ করতে হতে পারে । কেন্দ্র রাজ্য সম্পর্কে ভাষা রাজ্যের বিষয় । আরএসকেসি মনে করে উত্তরপূর্বে হিন্দি বাধ্যতামূলক করার অর্থ হবে শিশুর সাংবিধানিক অধিকার অর্থাৎ মাতৃভাষার শিক্ষা গ্রহণকে অস্বীকার করা । ত্রিপুরার সরকারীভাষা ককবরক ইউনেস্কো ঘোষিত বিলুপ্তপ্রায় ভাষাগুলির একটি । এই ভাষার মানুষ আসাম , মিজোরামেও বসবাস করেন । দেশের বাইরে বাংলাদেশেও তাদের বসবাস । 
বাংলাদেশে রোমান হরফেই ককবরক পড়ানো হয় । ত্রিপুরা , আসাম , মিজোরাম সর্বত্র এই ভাষার জন্য রোমান লিপির দাবি রয়েছে । আশ্চর্যের বিষয় হলো , এই লিপিহীন মানুষগুলির ভাষা সুরক্ষায় কেন্দ্রীয় সরকার কোনও আগ্রহ দেখাচ্ছে না , তাদের আগ্রহ দেবনাগরী চাপানোয় । ত্রিপুরায় ককবরকের জন্য রোমান লিপির কথা বলেছে শ্যামাচরণ ত্রিপুরা কমিটি এবং পবিত্র সরকার ভাষা কমিশন । সাংবাদিক সম্মেলনে বক্তারা জানিয়েছেন , আরএসকেসি কোনওভাবেই দেবনাগরী লিপি চাপিয়ে দেওয়া মেনে নেবে না । ককবরকে লিপি চাপানো হলে বিষয়টি অতি স্পর্শকাতর হয়ে উঠবে । শচীন দেববর্মণ , আর ডি বর্মণদের পরম্পরার কথা স্মরণ করিয়ে বক্তারা বলেন , মূল নিবাসীদের নিজ ভাষার লিপি পছন্দের অধিকার রয়েছে । তাদের উপর লিপি চাপানোর কোনও অধিকার কেন্দ্রীয় সরকারের নেই । হিন্দি ভাষাকে অবশ্য পাঠ্য করা কিংবা দেবনাগরী লিপি চাপানো কোনওভাবে মেনে নেবে না আরএসকেসি ।
 সাংবাদিক সম্মেলনে আরএসকেসি ( রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চবা ) এর চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান যথাক্রমে বিকাশরাই দেববর্মা , চন্দ্রকান্ত মুড়াসিং , টিএসএফের বিশু কুমার দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন ।

Dainik Sambad

Share
Published by
Dainik Sambad

Recent Posts

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

12 mins ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

31 mins ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

53 mins ago

৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে…

3 hours ago

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

16 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

20 hours ago