দৈনিক সংবাদ অনলাইনঃ ৫৬ টি সংগঠনের ঐক্য সংগঠনের তরফে শুক্রবার ককবরকের জন্য রোমান লিপির দাবি সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে তাদের উদ্বেগ প্রকাশ করেছে । আগরতলা প্রেস ক্লাবে আহুত সাংবাদিক সম্মেলনে ঐক্য সংগঠন আরএসকেসির তরফে বলা হয়েছে , উত্তরপূর্বের সব রাজ্যে হিন্দি ভাষা অবশ্য পাঠ্য করার ঘোষণার পাশাপাশি লিপিহীন ভাষার লোকদের দেবনাগরী লিপি নেওয়ার কথা বলেছেন , যা গভীর উদ্বেগের ।
আরসিকেএস হিন্দি বা দেবনাগরীর বিরুদ্ধে নয় । বরং ছেলেমেয়েরা সিবিএসই , আইসিএসসিতে এই ভাষা পড়ছে । ত্রিপুরায় দুটি সরকারী ভাষা ককবরক এবং বাংলা । ককবরকভাষী ছাত্রছাত্রীরা এই দুটি ভাষায় পঠনপাঠনের পাশাপাশি ইংরেজিও পড়ে থাকে । ইংরেজি মাধ্যমে তো পড়তেই হয় । এবার যদি হিন্দিও বাধ্যতামূলক হয় তাহলে হয়তো তাদের নিজ মাতৃভাষাকেই ত্যাগ করতে হতে পারে । কেন্দ্র রাজ্য সম্পর্কে ভাষা রাজ্যের বিষয় । আরএসকেসি মনে করে উত্তরপূর্বে হিন্দি বাধ্যতামূলক করার অর্থ হবে শিশুর সাংবিধানিক অধিকার অর্থাৎ মাতৃভাষার শিক্ষা গ্রহণকে অস্বীকার করা । ত্রিপুরার সরকারীভাষা ককবরক ইউনেস্কো ঘোষিত বিলুপ্তপ্রায় ভাষাগুলির একটি । এই ভাষার মানুষ আসাম , মিজোরামেও বসবাস করেন । দেশের বাইরে বাংলাদেশেও তাদের বসবাস ।
বাংলাদেশে রোমান হরফেই ককবরক পড়ানো হয় । ত্রিপুরা , আসাম , মিজোরাম সর্বত্র এই ভাষার জন্য রোমান লিপির দাবি রয়েছে । আশ্চর্যের বিষয় হলো , এই লিপিহীন মানুষগুলির ভাষা সুরক্ষায় কেন্দ্রীয় সরকার কোনও আগ্রহ দেখাচ্ছে না , তাদের আগ্রহ দেবনাগরী চাপানোয় । ত্রিপুরায় ককবরকের জন্য রোমান লিপির কথা বলেছে শ্যামাচরণ ত্রিপুরা কমিটি এবং পবিত্র সরকার ভাষা কমিশন । সাংবাদিক সম্মেলনে বক্তারা জানিয়েছেন , আরএসকেসি কোনওভাবেই দেবনাগরী লিপি চাপিয়ে দেওয়া মেনে নেবে না । ককবরকে লিপি চাপানো হলে বিষয়টি অতি স্পর্শকাতর হয়ে উঠবে । শচীন দেববর্মণ , আর ডি বর্মণদের পরম্পরার কথা স্মরণ করিয়ে বক্তারা বলেন , মূল নিবাসীদের নিজ ভাষার লিপি পছন্দের অধিকার রয়েছে । তাদের উপর লিপি চাপানোর কোনও অধিকার কেন্দ্রীয় সরকারের নেই । হিন্দি ভাষাকে অবশ্য পাঠ্য করা কিংবা দেবনাগরী লিপি চাপানো কোনওভাবে মেনে নেবে না আরএসকেসি ।
সাংবাদিক সম্মেলনে আরএসকেসি ( রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চবা ) এর চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান যথাক্রমে বিকাশরাই দেববর্মা , চন্দ্রকান্ত মুড়াসিং , টিএসএফের বিশু কুমার দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…