মুখ্যমন্ত্রী বনাম উপমুখ্যমন্ত্রী । আসাম বনাম দিল্লী । বিজেপি বনাম আম আদমি পার্টি যতই রাজ্যে রাজ্যে নিজেদের ছড়িয়ে দিচ্ছে আম আদমি পার্টি , ততই তাদের বিজেপি বিরোধিতা বাড়ছে । কারণ সহজবোধ্য । কংগ্রেস যেহেতু ক্রমেই প্রবলভাবে কোণঠাসা ও দুর্বল হয়ে যাচ্ছে , ঠিক সেই শূন্যস্থানটি দখল করতে মরিয়া হচ্ছে আম আদমি পার্টি পাঞ্জাবে ক্ষমতা দখলের পর এই প্রবণতা আরও আগ্রাসীভাবে বাড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল । আগামী সপ্তাহেই গুজরাটের মেহসেনা জেলায় রোড শো করতে যাচ্ছেন কেজরিওয়াল । মেহসানা নরেন্দ্র মোদির দীর্ঘকালের গড় হিসাবেই পরিচিত । কেজরিওয়াল প্রদর্শন করতে চান তিনি মোদির দুর্গে গিয়েই মোদিকে আক্রমণ করবেন । কিন্তু এই প্ল্যানের আড়ালে রয়েছে কংগ্রেসকে পেছনে ফেলে তার ক্রমেই বিজেপি বিরোধী হয়ে ওঠা । এই রণকৌশলের নবতম পদক্ষেপ শনিবার দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার আসামের বিজেপি মুখ্যমন্ত্রীকে আক্রমণ । আক্রমণের লক্ষ্য হিমন্ত বিশ্বশর্মার দুর্নীতি । যা হিমন্ত বিশ্বশর্মা তৎক্ষণাৎ অস্বীকার করে পাল্টা হুমকি দিয়েছেন আইনি ব্যবস্থা গ্রহণের ।
মণীশ সিসোদিয়া শনিবার দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে বলেন , ২০২০ সালের কোভিডকালে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী যখন আসামের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন , তখন পিপিই কিটের অর্ডার পাইয়ে দিয়েছিলেন নিজের স্ত্রীর কোম্পানিকে । এখানেই শেষ নয় । সিসোদিয়ার অভিযোগ , আসাম সরকার যেখানে নিজেরা ৬০০ টাকার কিছু বেশি দামে ক্রয় করেছে পিপিই কিট ।সেখানে স্বাস্থ্যমন্ত্রী নিজের স্ত্রীর ফার্ম থেকে সরকারের জন্য অর্ডার করেছেন সাড়ে ৯০০ টাকারও বেশি দামের কিট ।
আবার সেই অর্ডার যখন বাতিল হয়ে যায় , তখনও হিমন্ত বিশ্বশর্মা দমেননি । তিনি এরপর আবার নিজের ছেলের নামে থাকা কোম্পানিকে নতুন করে অর্ডার দেন । এভাবে চূড়ান্ত স্বজনপোষণ করেছেন হিমন্ত বিশ্বশর্মা । সিসোদিয়া বলেন , বিজেপি বিরোধী দলের মুখ্যমন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে সারাক্ষণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখায় । এবার সাহস থাকলে তাদের নিজের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করুক । এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হওয়ার পর আসামের মুখ্যমন্ত্রীও পাল্টা জবাব দিয়েছেন । তিনি বলেছেন , মণীশ সিসোদিয়া যেন মানহানির মামলার জন্য প্রস্তুত থাকেন । তার সঙ্গে গুয়াহাটিতে দেখা হবে । কারণ ,এই অভিযোগ সর্বৈব মিথ্যা । উল্টে আমার স্ত্রী ১৫০০ পিপিই কিট নিজের অথে ক্রয় করে দান করেছেন। করোনার সময়ই প্রথম আমার স্ত্রী এই পরার্থপরতা দেখিয়েছেন । অথচ সেখানে দিল্লীর উপর মুখ্যমন্ত্রী ভিত্তিহীন অভিযোগ করছেন । আইনি ব্যবস্থা নেওয়া হবে । সুতরাং আম আদমি পার্টি বনাম বিজেপির মধ্যে প্রবল রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…