প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার বিহারের দ্বারভাঙা জেলার রামগড় এলাকায়, গণ্ডক নদীর খালের উপর অবস্থিত সেতু হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। নদীর নীচের থামটি সেতুটির ভার নিতে না পেরে হেলে যায় একদিকে। এর পর সর্বস্ব নিয়ে ভেঙে পড়ে নদীর জলে।ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিলনা। কেননা, ঘটনায় কোনোরকম হতাহতের খবর মেলেনি। সেতু ভেঙে পড়ায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার বিহারে সেতু বিপর্যয় ঘটল।