প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
হেনস্থা ও নিগৃহীত দৈনিক সংবাদের সাংবাদিক

খবর সংগ্রহ করতে গিয়ে বিএস এফের হাতে চুড়ান্ত ভাবে হেনস্থা ও নিগ্রহের স্বীকার হলেন দৈনিক সংবাদ এর বিলোনীয়া প্রতিনিধি স্বপন কুমার দাস। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বিএসএফের জনৈক অফিসার বরিষ্ট সাংবাদিক স্বপন কুমার দাসকে হেনস্থা ও নিগৃহীত করে। অফিসারের নির্দেশে সাংবাদিক শ্রী দাসকে বিএসএফ জোয়ানরা টানা হেচড়া করে গাড়িতে তুলে নেয়। এরপর প্রথমে ডিএসপি অফিসে পরে বিলোনিয়া থানায় নিয়ে আসে। কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোনও। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও বিএসএফের ঐ অফিসার কর্ণপাত করেননি। বিলোনিয়া মুহুরীচরে কাটাতারের বেড়া নির্মানকে কেন্দ্র করে বিএস এফের ডিআইজির সংশ্লিষ্ট এলাকায় সফরের খবর সংগ্রহ করতে গিয়েই সোমবার এই ঘটনা। এই খবর ছড়িয়ে পড়তেইবিলোনিয়া মহকুমা জুড়ে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভ তৈরি হয়েছে সাংবাদিক মহলেও।