দৈনিক সংবাদ অনলাইন।। সোমবার রাত এগারোটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর মধ্যপাড়া এলাকার এক কংগ্রেস কর্মীর বাড়িতে দুস্কৃতিটা হামলা চালায়। জানা যায়, এলাকার কংগ্রেস কর্মী অজিত দেবনাথের বাড়িতে ঢুকে দুস্কৃতিরা ব্যপক ভাঙচুর চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে অজিত দেবনাথেট অটোরিকশা। এমন কি তাঁর স্ত্রীকেও মারধোর করে ওই হেলমেট বাহিনী। অভিযোগ দুস্কৃতিকারীরা গেইটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। শব্দ পেয়ে অজিত দেবনাথ এর স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে দুস্কৃতিকারীরা মহিলাকেও মারধোর করে।
পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে গকুলনগরের মধ্যপাড়া এলাকার অজিত দেবনাথ এর বাড়িতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ গিয়ে এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নামলেও,এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত দেবনাথ জানান, তিনি রাজনৈতিকভাবে কংগ্রেস দলের সাথে যুক্ত। সেই কারণেই উনার বাড়িতে দুস্কৃতিকারীরা আক্রমণ করেছে। তিনি জানান দুস্কৃতিকারীরা মাথায় হেলমেট এবং মুখে কালো কাপড় বেঁধে রেখেছিল। যে কারনে তিনি কাউকে চিনতে পারেনি। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…