দৈনিক সংবাদ অনলাইন।। সোমবার রাত এগারোটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর মধ্যপাড়া এলাকার এক কংগ্রেস কর্মীর বাড়িতে দুস্কৃতিটা হামলা চালায়। জানা যায়, এলাকার কংগ্রেস কর্মী অজিত দেবনাথের বাড়িতে ঢুকে দুস্কৃতিরা ব্যপক ভাঙচুর চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে অজিত দেবনাথেট অটোরিকশা। এমন কি তাঁর স্ত্রীকেও মারধোর করে ওই হেলমেট বাহিনী। অভিযোগ দুস্কৃতিকারীরা গেইটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। শব্দ পেয়ে অজিত দেবনাথ এর স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে দুস্কৃতিকারীরা মহিলাকেও মারধোর করে।
পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে গকুলনগরের মধ্যপাড়া এলাকার অজিত দেবনাথ এর বাড়িতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ গিয়ে এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নামলেও,এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত দেবনাথ জানান, তিনি রাজনৈতিকভাবে কংগ্রেস দলের সাথে যুক্ত। সেই কারণেই উনার বাড়িতে দুস্কৃতিকারীরা আক্রমণ করেছে। তিনি জানান দুস্কৃতিকারীরা মাথায় হেলমেট এবং মুখে কালো কাপড় বেঁধে রেখেছিল। যে কারনে তিনি কাউকে চিনতে পারেনি। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…