দৈনিক সংবাদ অনলাইন।। সোমবার রাত এগারোটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর মধ্যপাড়া এলাকার এক কংগ্রেস কর্মীর বাড়িতে দুস্কৃতিটা হামলা চালায়। জানা যায়, এলাকার কংগ্রেস কর্মী অজিত দেবনাথের বাড়িতে ঢুকে দুস্কৃতিরা ব্যপক ভাঙচুর চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে অজিত দেবনাথেট অটোরিকশা। এমন কি তাঁর স্ত্রীকেও মারধোর করে ওই হেলমেট বাহিনী। অভিযোগ দুস্কৃতিকারীরা গেইটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। শব্দ পেয়ে অজিত দেবনাথ এর স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে দুস্কৃতিকারীরা মহিলাকেও মারধোর করে।
পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে গকুলনগরের মধ্যপাড়া এলাকার অজিত দেবনাথ এর বাড়িতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ গিয়ে এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নামলেও,এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত দেবনাথ জানান, তিনি রাজনৈতিকভাবে কংগ্রেস দলের সাথে যুক্ত। সেই কারণেই উনার বাড়িতে দুস্কৃতিকারীরা আক্রমণ করেছে। তিনি জানান দুস্কৃতিকারীরা মাথায় হেলমেট এবং মুখে কালো কাপড় বেঁধে রেখেছিল। যে কারনে তিনি কাউকে চিনতে পারেনি। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…
অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…
অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…
জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…