হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কলেজ স্থাপনে উদ্যোগ চলছে: মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বর্তমান রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ত্রিপুরায় একটি শিক্ষা ও স্বাস্থ্য হাব গড়ে তোলা।যা সরকারের জন্য একটি অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র।এর পাশাপাশি রাজ্যে একটি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার আগরতলা সরকারী ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালে থ্রিডি প্রিন্টিং সলিউশন সেন্টারের (পিএম-ডিভাইন স্কিমের অধীনে) উদ্বোধন করে একথা বলেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডা. মানিক সাহা।ন্যাশনাল ওরাল হেল্থ প্রোগ্রাম, ন্যাশনাল হেল্থ মিশন, ত্রিপুরার সহযোগিতায় এই প্রকল্প রূপায়ণ করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, আগরতলা সরকারী ডেন্টাল কলেজের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। এই কলেজে থ্রিডি প্রিন্টিং সলিউশন সেন্টারের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশন প্রতিফলিত হলো। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজ্যে
একটি শিক্ষা ও স্বাস্থ্য হাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।এজন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে রাজ্যে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে কথা হয়েছে।এই স্বপ্ন পূরণে অবশ্যই চেষ্টা করতে হবে। পাশাপাশি রাজ্যে একটি এইমস- বা রিমস-এর মতো হাসপাতাল গড়ে তোলার জন্য কাজ চলছে।রাজ্যের হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের মতো এমন একটি বিষয় যা কখনই ভাবনায় ছিল না।
মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, ডেন্টাল কলেজ তাদের জন্য একটি স্বপ্নের প্রকল্প ছিল। এই প্রতিষ্ঠান খোলার জন্য অনেক চেষ্টা করতে হয়েছে। বিগত সরকারের আমলেও আজ থেকে ১০ বছর আগে তারা এমন একটি কলেজ স্থাপনের চেষ্টা করেছিলেন। নেতিবাচক মানসিকতার কিছু লোক এসে তাতে সমস্যা তৈরি করার চেষ্টা করে। ডেন্টাল কলেজ চালু করার ক্ষেত্রে তারাও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন।বিজ্ঞান, বিশেষ করে দন্তচিকিৎসার ক্ষেত্র দ্রুত বিকশিত হচ্ছে।এই ডেন্টাল কলেজের প্রথম ব্যাচ ভালো ফলাফল করে উত্তীর্ণ হলে তিনি খুব খুশি হয়েছিলেন।এতে মনও ভালো হয়ে যায়।উঁচু মানের ফ্যাকাল্টি থাকায় ছাত্রছাত্রীরাও ভালো নম্বর অর্জন করতে সক্ষম হয়েছে। আগরতলা সরকারী ডেন্টাল কলেজ দেশের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক তারা চাইছেন। এই কলেজ সম্পর্কে সবার জানা উচিত। সেই সঙ্গে যুগের সঙ্গে টাল রেখে শিক্ষকদেরও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার গুরুত্ব রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের প্রথম রাজ্য যেখানে ডেন্টাল কলেজে একঠি থ্রিডি প্রিন্টিং সলিউশন সেন্টার গড়ে উঠেছে।এটি একটি বিশাল প্রাপ্তি।সার্জারি,বোন গ্রাফটিং ও রক্তপাতবিহীন অপারেশন সহ বিভিন্ন উন্নত প্রক্রিয়া সবই এখানে হচ্ছে।প্রতিদিন শতাধিক রোগী এই হাসপাতালে পরিষেবা নিতে আসেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ডেন্টার কলেজের উদ্বোধন করেছেন এবং এর সুনাম বজায় রাখা আমাদের দায়িত্ব।প্রতি মাসে অন্তত তিন হাজারের বেশি রোগী এখানে আসেন।ডা. সাহা এই প্রতিষ্ঠানটির সামনের দিকে নি এগিয়ে যাওয়ার গতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, দ্বিতীয় ব্যাচে প্রায় ২০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এর পাশাপাশি এ আই ব্যবহারের মাধ্যমে এই থ্রিডি প্রিন্টিং সলিউশন সেন্টারটি ওপিডি’র চাপ কমাতে সাহায্য করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরে সচিব কিরণ গিত্যে,ডোনার মন্ত্রকের অধিকর্তা (বিজ্ঞানও প্রযুক্তি) তানুং জামো, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডা. সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডা. এইচপি শর্মা, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের এমডি ডা. সমিত রায় চৌধুরী, আগরতলা সরকারী ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. শালু রাই সহ কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ।
এদিকে,১৮৭৩ সালে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর দ্বারা প্রতিষ্ঠিত ও পরবর্তীতে মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর দ্বারা পরিবর্ধিত ভিক্টোরিয়া মেমোরিয়াল বা বর্তমানে আইজিএম হাসপাতালের ঐতিহ্য ভবনটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।রাজন্য স্মৃতিবিজড়িত এই ভবনটিকে রেট্রোফিটিং-এর মাধ্যমে সংরক্ষণের ব্যাপারে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

13 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

13 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

14 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

14 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

14 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

15 hours ago