হোস্টেল থেকে নিখোঁজ ছাত্র!!

দৈনিক সংবাদ অনলাইন।। আগরতলা স্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজির বয়েজ হোস্টেল থেকে নিখোঁজ এক ছাত্র। রবিবার সকাল সাড়ে নটার সময় বের হওয়ার পর আর হোস্টেলে ফিরে আসেনি।

বাধ্য হয়ে সোমবার সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বোধজং নগর থানায় মিসিং ডায়েরী করেছেন। তার নাম সান সিনহা। বাড়ি কৈলাসহর পুরসভার সতের নম্বর ওয়ার্ডে। তার নিখোঁজের সংবাদে পরিবারে উৎকন্ঠা তৈরি হয়েছে।
