হোয়াইট হাউসে উচ্চপদে ভারতীয় বংশোদ্ভূত আরতি

এই খবর শেয়ার করুন (Share this news)

বিজ্ঞান , প্রযুক্তিও উদ্ভাবনী ক্ষেত্রে নতুন জোয়ার আনতে হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টা পদে ভারত – মার্কিন বংশোদ্ভূত ড . আরতি প্রভাকরকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । এবার তার এই সিদ্ধান্তে সেনেট যদি সবুজ সঙ্কেত দেয় , তাহলে হোয়াইট হাউসের পরবর্তী বিজ্ঞান উপদেষ্টা হবেন ভারত – মার্কিন বংশোদ্ভূত আরতি । হোয়াইট হাউস এক বিবৃতিতে জানা গিয়েছে , প্রেসিডেন্ট জো বাইডেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি মন্ত্রকের ডিরেক্টর হিসেবে ড . আরতি প্রভাকরকে নিযুক্ত করার ব্যাপারে প্রেসিডেন্ট তার ইচ্ছের কথা জানিয়েছেন । পাশাপাশি বিজ্ঞান , প্রযুক্তি ক্ষেত্রে প্রেসিডেন্টের সহকারী হিসাবেও ড . প্রভাকরকে নিয়োগ করার কথা জানিয়েছেন তিনি । সেইমতো বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে ড . প্রভাকর প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন ।

সেইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে প্রেসিডেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইসারের পদে নিযুক্ত হবেন । এবং ক্যাবিনেটের একজন সদস্য হিসেবে থাকবেন । ড . প্রভাকরকে একজন অত্যন্ত মেধাবী এবং খুবই উচ্চপর্যায়ের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করেছেন বাইডেন । প্রেসিডেন্ট জানিয়েছেন বিজ্ঞান , প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয় সংক্রান্ত অফিসে ভারতীয় – মার্কিনরাই নেতৃত্ব দেবেন । এর আগে ড.প্রভাকরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিতে সর্বসম্মতিক্রমে সেনেটের অনুমোদন দিয়েছিলেন তিনি । ভারতীয় মার্কিন বংশোদ্ভূত ড.প্রভাকরই প্রথম মহিলা যিনি এই সুযোগ পেয়েছিলেন । মাত্র তিন বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ভারত থেকে আমেরিকায় এসেছিলেন । প্রথমে তার পরিবার শিকাগোয় থাকতে শুরু করেন । তারপর তার যখন দশ বছর বয়স , পরিবার টেক্সাসের লুব্বুকে যান । টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পান । গত সপ্তাহে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার গ্লাম্ব । আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে বসতে চলেছেন তিনি । এর মধ্যেই সামনে এল আরতির নামও।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

18 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

24 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago