বিজ্ঞান , প্রযুক্তিও উদ্ভাবনী ক্ষেত্রে নতুন জোয়ার আনতে হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টা পদে ভারত – মার্কিন বংশোদ্ভূত ড . আরতি প্রভাকরকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । এবার তার এই সিদ্ধান্তে সেনেট যদি সবুজ সঙ্কেত দেয় , তাহলে হোয়াইট হাউসের পরবর্তী বিজ্ঞান উপদেষ্টা হবেন ভারত – মার্কিন বংশোদ্ভূত আরতি । হোয়াইট হাউস এক বিবৃতিতে জানা গিয়েছে , প্রেসিডেন্ট জো বাইডেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি মন্ত্রকের ডিরেক্টর হিসেবে ড . আরতি প্রভাকরকে নিযুক্ত করার ব্যাপারে প্রেসিডেন্ট তার ইচ্ছের কথা জানিয়েছেন । পাশাপাশি বিজ্ঞান , প্রযুক্তি ক্ষেত্রে প্রেসিডেন্টের সহকারী হিসাবেও ড . প্রভাকরকে নিয়োগ করার কথা জানিয়েছেন তিনি । সেইমতো বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে ড . প্রভাকর প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন ।
সেইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে প্রেসিডেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইসারের পদে নিযুক্ত হবেন । এবং ক্যাবিনেটের একজন সদস্য হিসেবে থাকবেন । ড . প্রভাকরকে একজন অত্যন্ত মেধাবী এবং খুবই উচ্চপর্যায়ের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করেছেন বাইডেন । প্রেসিডেন্ট জানিয়েছেন বিজ্ঞান , প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয় সংক্রান্ত অফিসে ভারতীয় – মার্কিনরাই নেতৃত্ব দেবেন । এর আগে ড.প্রভাকরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিতে সর্বসম্মতিক্রমে সেনেটের অনুমোদন দিয়েছিলেন তিনি । ভারতীয় মার্কিন বংশোদ্ভূত ড.প্রভাকরই প্রথম মহিলা যিনি এই সুযোগ পেয়েছিলেন । মাত্র তিন বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ভারত থেকে আমেরিকায় এসেছিলেন । প্রথমে তার পরিবার শিকাগোয় থাকতে শুরু করেন । তারপর তার যখন দশ বছর বয়স , পরিবার টেক্সাসের লুব্বুকে যান । টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পান । গত সপ্তাহে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার গ্লাম্ব । আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে বসতে চলেছেন তিনি । এর মধ্যেই সামনে এল আরতির নামও।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…