হোয়াইট হাউসে উচ্চপদে ভারতীয় বংশোদ্ভূত আরতি

এই খবর শেয়ার করুন (Share this news)

বিজ্ঞান , প্রযুক্তিও উদ্ভাবনী ক্ষেত্রে নতুন জোয়ার আনতে হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টা পদে ভারত – মার্কিন বংশোদ্ভূত ড . আরতি প্রভাকরকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । এবার তার এই সিদ্ধান্তে সেনেট যদি সবুজ সঙ্কেত দেয় , তাহলে হোয়াইট হাউসের পরবর্তী বিজ্ঞান উপদেষ্টা হবেন ভারত – মার্কিন বংশোদ্ভূত আরতি । হোয়াইট হাউস এক বিবৃতিতে জানা গিয়েছে , প্রেসিডেন্ট জো বাইডেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি মন্ত্রকের ডিরেক্টর হিসেবে ড . আরতি প্রভাকরকে নিযুক্ত করার ব্যাপারে প্রেসিডেন্ট তার ইচ্ছের কথা জানিয়েছেন । পাশাপাশি বিজ্ঞান , প্রযুক্তি ক্ষেত্রে প্রেসিডেন্টের সহকারী হিসাবেও ড . প্রভাকরকে নিয়োগ করার কথা জানিয়েছেন তিনি । সেইমতো বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে ড . প্রভাকর প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন ।

সেইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে প্রেসিডেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইসারের পদে নিযুক্ত হবেন । এবং ক্যাবিনেটের একজন সদস্য হিসেবে থাকবেন । ড . প্রভাকরকে একজন অত্যন্ত মেধাবী এবং খুবই উচ্চপর্যায়ের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করেছেন বাইডেন । প্রেসিডেন্ট জানিয়েছেন বিজ্ঞান , প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয় সংক্রান্ত অফিসে ভারতীয় – মার্কিনরাই নেতৃত্ব দেবেন । এর আগে ড.প্রভাকরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিতে সর্বসম্মতিক্রমে সেনেটের অনুমোদন দিয়েছিলেন তিনি । ভারতীয় মার্কিন বংশোদ্ভূত ড.প্রভাকরই প্রথম মহিলা যিনি এই সুযোগ পেয়েছিলেন । মাত্র তিন বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ভারত থেকে আমেরিকায় এসেছিলেন । প্রথমে তার পরিবার শিকাগোয় থাকতে শুরু করেন । তারপর তার যখন দশ বছর বয়স , পরিবার টেক্সাসের লুব্বুকে যান । টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পান । গত সপ্তাহে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার গ্লাম্ব । আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে বসতে চলেছেন তিনি । এর মধ্যেই সামনে এল আরতির নামও।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

22 hours ago