Categories: বিদেশ

হ্রদের জল হঠাৎ হ গোলাপি, ‘অপরাধী’র খোঁজে বিজ্ঞানীরা।।

এই খবর শেয়ার করুন (Share this news)

আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের সুপরিচিত একটি হ্রদের জল রাতারাতি গোলাপি হয়ে গেছে।জলের রং ঠিক যেন বাবলগাম, গাঢ় গোলাপি!বিশাল ওই জলাশয়ের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশের রাজধানী তথা বন্দরনগরী হনুলুলুতে।এমন গোলাপি জলের হ্রদ দেখতে ভিড় করছেন পর্যটকেরা।জলের সহসা এমন রংবদল দেখে বিজ্ঞানীদের প্রাথমিক ভাবে মনে হয়েছিল, সম্ভবত খরার কারণে এমনটা হতে পারে। লোকজন যাতে সেই হ্রদে না নামেন বা রঙিন জল যাতে পান না করেন, সে বিষয়ে তারা পর্যটকদের সতর্ক করেছেন। ওই হ্রদ ঘিরে রয়েছে অভয়ারণ্য।সেখানকার অজস্র পাখি এবং বনজ প্রাণীর পানীয় জলের উৎস হল ওই হ্রদ।তবে রবিবার সংশ্লিষ্ট অভয়ারণ্য (পুরো নাম,মাউইতে কেলিয়া পন্ড ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রেফিউজ)কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,জলের রং বদলের নেপথ্যের ‘অপরাধী’ কে বিজ্ঞানীরা মোটামুটি চিহ্নিত করে পরবর্তী গবেষণা শুরু করেছেন।সেখানকার কর্মীরা জানিয়েছেন, গত ৩০ অক্টোবর থেকে হ্রদের জলের রঙে পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন।রেফিউজের ব্যবস্থাপক ব্রেট উলফ বলেন, ‘কয়েকজন জলাধারের পাড় ধরে হাঁটতে গিয়ে বিষয়টি দেখে
আমাকে ফোন করে জানান, এখানে ভৌতিক কিছু একটা ঘটতে চলেছে।’উলফ বলেন,
‘জলের রং বদলাতে দেখে প্রথমে আমার মনে হয়েছিল, শেওলার কারণে জল গাঢ় গোলাপি হয়ে যেতে পারে। তবে গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে, বিষাক্ত শেওলার কারণে জলের রং পাল্টায়নি, বরং অপরাধীর নাম হল হ্যালোব্যাকটেরিয়া নামক একটি এককোষী জীব।’ হ্যালোব্যাকটেরিয়া হল এক ধরনের আর্কিয়া বা এককোষী জীব, যা জলে মাথাচাড়া দিয়ে উঠে জলের লবণাক্ততা বাড়িয়ে দেয়। কেলিয়া পন্ডের আশপাশের নালাগুলিতে অনেক দিন ধরেই লবণের পরিমাণ বাড়তে শুরু করেছে।এতটাই বেড়েছে, যা কার্যত সমুদ্রের জলের লবণাক্ততার দ্বিগুণ। উলফ বলেন, ‘প্রকৃত কারণ জানতে গবেষণাগারে এখন ডিএনএ বিশ্লেষণ করতে হবে।’ তবে পাশাপাশি প্রবল খরার কারণেও যে জলের রং বদলাতে পারে, সে সম্ভবনা ধরেও অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। কারণ, ওই এলাকায় অনেক দিন ধরে খরা চলছে।সাধারণত ওয়াইকাপু স্ট্রিমের জল কেলিয়া জলাধারে গিয়ে পড়ে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

2 hours ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

3 hours ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

3 hours ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

3 hours ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

7 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

16 hours ago