Categories: দেশ

১ম দফায় ১০০ প্রার্থীর নাম!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- কিছুদিনের মধ্যেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। প্রথম দফায় উত্তরপ্রদেশের প্রার্থী ঘোষণা হবে। যে তালিকায় নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নাম থাকার সম্ভাবনা। আগামী ২৯ ফেব্রুয়ারী বিজেপি কেন্দ্রীয় নির্বাচনি কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। আজ বিজেপির সদর দপ্তরে দলের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই স্থির হয়েছে ইন্ডিয়া জোটকে চাপে রাখতে দ্রুত প্রার্থী ঘোষণা শুরু করে দিতে হবে। প্রাথমিকভাবে স্থির হয়েছে প্রথম দফায় ১০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। সম্ভবত এক মার্চ থেকে বিজেপি প্রার্থী ঘোষণা শুরু করবে। এরপর চেষ্টা করা হবে ১৫ তারিখের মধ্যেই সব আসনের প্রার্থী ঘোষণা করা। কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে প্রার্থী বাছাই থমকে থাকছে জোটে জটের কারণে। অর্থাৎ সম্ভাব্য জোটশরিকদের কতটা আসন ছেড়ে রাখা হবে সেই সিদ্ধান্ত হয়নি। কারণ বেশ কিছু আলোচনা য মাঝপথেই থমকে রয়েছে। উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে বিজেপি জোট করবে ঘোষণা করা হয়েছিল। ওই দলের সুপ্রিমো জয়ন্ত চৌধুরী নিজেই ঘোষণা করেন। কিন্তু সেই আলোচনা অগ্রসর হয়নি। জয়ন্ত চৌধুরীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি – বলেছেন, আসন সমঝোতা চূড়ান্ত হলে আপনারা জানতে পারবেন। তিনি হঠাৎ কৃষকদের পক্ষেও সুর চড়িয়েছেন। কারণ পশ্চিম উত্তরপ্রদেশেই তার শক্তি। আর সেই পশ্চিম উত্তরপ্রদেশের প্রধান ভোটব্যাঙ্ক। হঠাৎ কৃষক আন্দোলন হওয়ার কারণেই জয়ন্ত চৌধুরী কিছুটা টেনশনে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ নিয়ে উঠেছে প্রশ্ন। ধরে নেওয়া হয়েছে যে, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির জোট হবে। সেই মতোই বিজেপি সাত আসনে লড়াই করতে চাইছে। বিধানসভা নির্বাচনও যেহেতু একসঙ্গে হবে তাই বিধানসভা ভোটেও হবে আসন সমঝোতা। কিন্তু নাইডু এবং পবন কল্যাণ আচমকা বিধানসভার আসন সমঝোতার প্রথম দফারফরমুলা ঘোষণা করে দিয়েছেন। যেখানে বিজেপি নেই। বিজেপি বিস্মিত। কারণ তাদের জন্য অপেক্ষা না করেই এই ঘোষণা। আর সেই কারণেই টেনশন বাড়ছে। এবার দক্ষিণ ভারতে আসন সংখ্যা বাড়াতে না পারলে বিজেপির ৩৭০ টি আসনের টার্গেট পূরণ হবে না বলেই আশঙ্কা। আর দক্ষিণে আসন বাড়াতে হলে জোটের প্রয়োজন। তামিলনাড়ু এবং অন্ধ্র দুই রাজ্যেই এবার বিজেপি আসন বৃদ্ধির আশা করছে। আজ বৈঠকে দক্ষিণের আসন নিয়ে আলোচনা হয়েছে। তেলেঙ্গানার প্রার্থী তালিকা নিয়েও সিদ্ধান্ত হবে ২৯ তারিখ। ঘোষণা করা হবে বাংলার প্রার্থী তালিকাও। অন্যদিকে একের পর এক রাজ্যে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাচ্ছে।শনিবার গোয়ায় আম আদমি পার্টি ও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই রাজ্যে একা কংগ্রেস লড়বে। আপ কোনও প্রার্থী দেবে না। সুতরাং দানা বাঁধছে ইন্ডিয়া জোট। সেই কারণেই বিজেপি তৎপর দ্রুত ময়দানে নামতে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

2 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

9 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

11 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

11 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

11 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

12 hours ago