Categories: দেশ

১ম দফায় ৬০% ভোট!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ২০২৪-এর লোকসভা ভোটযুদ্ধের প্রথম দফাতে ভোট পড়লো গড়ে ৬০%। এদিন দেশের ২১টি রাজ্যের ১০২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু কিছু হিংসার খবর এসেছে মণিপুর, পশ্চিমবঙ্গ থেকে। তেমনি ছত্তিশগড়ে একটি গ্রেনেড আক্রমণে প্রাণ গেছে এক সিআরপিএফ জওয়ানের। দিল্লীতে নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানান, গোটা দেশের ২১টি বাজ্যে প্রথম দফার ভোট মোটের উপর শান্তিতেই মিটেছে। তবে ভোটের হার আরও বাড়তে পারে। কেননা গোটা দেশের সব রাজ্য থেকে খবর এখনও আসেনি। শুক্রবার ৭ দফার প্রথম দফা শুরু হয় সকাল ৭টাতে। ১০২টি আসনে লোকসভা ভোটের সাথে অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা ভোটও হয় এদিন। একদিকে বিজেপি দাবি করছে ফের কেন্দ্রের গদিতে আসীন হওয়া শুধু সময়ের অপেক্ষামাত্র। নরেন্দ্র মোদি ক্ষমতার হ্যাটট্রিক করতে যাচ্ছেন। অন্যদিকে, বিরোধীরা এবার ইন্ডিয়া জোটের ছাতার তলায় একত্রিত হয়ে লড়াই করছে। বিরোধীদের বক্তব্য,এবার কেন্দ্রের গদি থেকে নরেন্দ্র মোদির বিদায় নিশ্চিত।
এদিন ভোটগ্রহণকে ঘিরে কিছু কিছু রাজ্য থেকে অভিযোগ এসেছে। তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, আসাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ইভিএম নষ্টের অভিযোগ এসেছে। পশ্চিমবঙ্গের কোচবিহারের বেশ কিছু অঞ্চলে হিংসার খবর এসেছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে হিংসার অভিযোগ করেছে। গত প্রায় এক বছর হতে চললো হিংসায় জ্বলছে মণিপুর। ভোটের দিনও মণিপুর থেকে হিংসার অভিযোগ এসেছে। ইনার মণিপুর আসনের বিভিন্ন জায়গা থেকে ভোটে গণ্ডগোলের খবর এসেছে। ছত্তিশগড়ের মাও অধ্যুষিত বস্তার জেলায় এদিন ভোট পড়েছে ৬৩.৪১%। এরই মধ্যে একটি গ্রেনেড বিস্ফোরণের খবর আসে। এতে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। তামিলনাডুতে ৬৩.২০% ভোট পড়েছে। এই রাজ্যে একদফায়ই এদিন ভোট হয় রাজ্যের ৩৯টি আসনে। কিছু কেন্দ্রে ইভিএমের গণ্ডগোলের কারণে ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। অরুণাচল প্রদেশে ভোট পড়েছে ৬০%-এর মতো। প্রথমদিকে ভোট ধীরগতিতে চলে। বেলা বাড়তেই ভোটের হার কিছুটা বাড়ে। অরুনাচল প্রদেশের কিছু কেন্দ্রে ইভিএমে গণ্ডগোল দেখা দেওয়ায় ভোটগ্রহণ ধীরলয়ে চলে। কিছু কেন্দ্রে ভোটকে ঘিরে হিংসার ঘটনার খবর আসে। ইভিএম ভাঙচুর, নষ্টের অভিযোগ উঠে রাজ্যের তিনটি জেলার বেশকিছু বুথে। আসামেও বেশকিছু বুথে ইভিএম গণ্ডগোলের খবর আসে। বিহারে বেলা ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.১২%। রাজ্যে এদিন চারটি কেন্দ্রে প্রায় ৭৫ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জম্মু কাশ্মীরের একটি আসনে এদিন ভোট পড়ে প্রায় ৬৫.০৬%। রাজস্থানে ভোট পড়েছে ৫০.২৭%। রাজস্থানের ১২টি আসনে এদিন ভোট হয়। মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৪.৮৫%। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৫৪%। উল্লেখ্য, প্রথম দফার ভোটে এদিন ভোটার ছিল ১৬.৬৩ কোটি। এর মধ্যে প্রথমবার ভোট দেয় ৩৪.৬৭ লক্ষ ভোটার। এছাড়া ২০-২৯ বছরের ভোটার ছিল ৩.৫১ কোটি। সব মিলিয়ে ১৮ লক্ষ পোলিং কর্মী ছিল। মোট পোলিং স্টেশন ছিল ১.৮৭ লক্ষ।

Rama Chandra, 76, a Sadhu or a Hindu holy man, votes at a polling station during the first phase of the general election, at Tiruvannamalai in Tamil Nadu, India, April 19, 2024. REUTERS/ Navesh Chitrakar
Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

15 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

15 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

15 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

15 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago