১০,৩২৩ এর পাশে এবার প্রদ্যুত!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। রবিবার দিল্লিতে ১০,৩২৩ শিক্ষকের প্রতিনিধিদের নিয়ে আইনজীবীদের সাথে কথা বললেন মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মণ। প্রদ্যুতের দাবি, ১০,৩২৩ মামলায় অনেক ইতিবাচক বিষয় আছে যা আগে আলোচনা করা হয়নি।তাই আবারও ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা করা হবে।

এর জন্য দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের সুপ্রিম কোর্টে শিক্ষকের পক্ষে উপস্থিত করার কথা জানান প্রদ্যুত কিশোর। মামলার যাবতীয় খরচ বহন করবেন তিনি নিজে। জানিয়েছেন প্রদ্যুত কিশোর। যদিও তাঁর এই দাবি ও আশ্বাস ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কারণ, ১০,৩২৩ ইস্যুতে সুপ্রিম কোর্টে আর কোনও মামলা করা যাবে না বলে, সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে।