জনসমক্ষে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে, ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ভেবে দেখা হবে কোজাগরি লক্ষ্মী পুজোর পর। পুজো গড়িয়ে প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও দেখা নেই সেই প্রতিশ্রুতির। অবশেষে শনিবার ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একটি অংশ জানিয়ে দেয়, ২৫ শে অক্টোবরের পরই বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারাও। এই অবস্থায় সরকারের উপর চাপ যে আরও অনেকটা বেড়ে যাবে, তাও ইতিমধ্যেই আঁচ করতে পারছেন অনেকে।
রাজপথে দাঁড়িয়েই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষে কমল দেব, বিলোয়ার হোসেন, উত্তম কুমার দেব জানান, কালবিলম্ব না করে ইতিমধ্যেই সরকারকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে।
আরও জানায় যারা আন্দোলনমুখী হয়েছেন, তাদেরকেও তারা নৈতিকভাবে সমর্থন জানাচ্ছে। কিন্তু সরকারের প্রতি আস্থা রেখে সেই পথে হাঁটতে যাননি। তবে ২৫ অক্টোবরের পর বাধ্য হয়েই যে তারা সেই দলেই শামিল হচ্ছেন তাও জানিয়ে দিলেন অকপটে।
এদিকে শনিবারই শাসক বিজেপির হয়ে প্রদেশ সভাপতি ডা. অশোক সিনহা তাদের উদ্দেশ্য করে যে উক্তি করেছেন তাকেও তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তারা। বলেন, ভিশন ডকুমেন্টের ৬ নং পাতার ১২ নং কলামে ১০,৩২৩ ইস্যুতে সরকার প্রতিশ্রুতি দিয়ে যা উল্লেখ করেছিল, এদিন তাকেই আবার অস্বীকার করলেন অশোকবাবু। কথা দিয়ে কথা যে রাখে না তারা – – এটা তারই প্রমাণ বলেও মনে করেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। এদিন তদন্ত কমিশনের রিপোর্টও জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে, চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের আমরণ অনশন কর্মসূচি ইতিমধ্যেই দুদিন গড়িয়ে তিনদিন চলছে। এরই মধ্যে শনিবারও অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে আরও এক চাকরিচ্যুত শিক্ষক। এদিন তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষোভের মুখে অনশনকারীদের অনেকেই জানান, সুশাসনের সরকার আজ অবধি খবর নিলো না আমাদের। এটা আরও কদিন চলবে আমরাও তা দেখে ছাড়বো।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…