১০,৩২৩ : ২৫-এর পর আন্দোলন তেজি করার বার্তা!

এই খবর শেয়ার করুন (Share this news)

জনসমক্ষে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে, ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ভেবে দেখা হবে কোজাগরি লক্ষ্মী পুজোর পর। পুজো গড়িয়ে প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও দেখা নেই সেই প্রতিশ্রুতির। অবশেষে শনিবার ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একটি অংশ জানিয়ে দেয়, ২৫ শে অক্টোবরের পরই বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারাও। এই অবস্থায় সরকারের উপর চাপ যে আরও অনেকটা বেড়ে যাবে, তাও ইতিমধ্যেই আঁচ করতে পারছেন অনেকে।
রাজপথে দাঁড়িয়েই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষে কমল দেব, বিলোয়ার হোসেন, উত্তম কুমার দেব জানান, কালবিলম্ব না করে ইতিমধ্যেই সরকারকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে।
আরও জানায় যারা আন্দোলনমুখী হয়েছেন, তাদেরকেও তারা নৈতিকভাবে সমর্থন জানাচ্ছে। কিন্তু সরকারের প্রতি আস্থা রেখে সেই পথে হাঁটতে যাননি। তবে ২৫ অক্টোবরের পর বাধ্য হয়েই যে তারা সেই দলেই শামিল হচ্ছেন তাও জানিয়ে দিলেন অকপটে।
এদিকে শনিবারই শাসক বিজেপির হয়ে প্রদেশ সভাপতি ডা. অশোক সিনহা তাদের উদ্দেশ্য করে যে উক্তি করেছেন তাকেও তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তারা। বলেন, ভিশন ডকুমেন্টের ৬ নং পাতার ১২ নং কলামে ১০,৩২৩ ইস্যুতে সরকার প্রতিশ্রুতি দিয়ে যা উল্লেখ করেছিল, এদিন তাকেই আবার অস্বীকার করলেন অশোকবাবু। কথা দিয়ে কথা যে রাখে না তারা – – এটা তারই প্রমাণ বলেও মনে করেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। এদিন তদন্ত কমিশনের রিপোর্টও জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে, চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের আমরণ অনশন কর্মসূচি ইতিমধ্যেই দুদিন গড়িয়ে তিনদিন চলছে। এরই মধ্যে শনিবারও অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে আরও এক চাকরিচ্যুত শিক্ষক। এদিন তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষোভের মুখে অনশনকারীদের অনেকেই জানান, সুশাসনের সরকার আজ অবধি খবর নিলো না আমাদের। এটা আরও কদিন চলবে আমরাও তা দেখে ছাড়বো।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago