দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনিয়া।। দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে ৭০ বছরের বৃদ্ধ। এই ঘটনা নিয়ে তোলপাড় নিহারনগর এলাকা। মঙ্গলবার ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ এনে পুরান রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছে। এদিন সন্ধ্যায় পুরান রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কার্যকারক খোকন সাহা জানিয়েছেন, অভিযুক্ত অনিল দাস দুদিন আগে থেকেই পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঘটনা ১লা সেপ্টেম্বর দুপুরে। নিহার নগর হসপিটাল টিলা এলাকায়।
১০ বছরের নাবালিকা ও তার এক বড় বোন দুপুরে বাড়িতে একা থাকে। মা-বাবা দুজন শ্রমিকের কাজ করে। এদিন অন্যান্য দিনের মতনই সকালে কাজে দুজনেই বের হয়। এলাকারই প্রতিবেশী অনিল দাস। বয়স ৭০। স্ত্রী নেই। মেয়ের বিয়েও হয়েছে। অনিল দাস রাবার বাগানে টেপারীর কাজ করে। নাবালিকার বাড়ির পাশেই রাবার বাগানে কাজ করার সময দুপুরে অনীল দাস ১০ বছরের নাবালিকাকে ডেকে রাবার বাগানে নিয়ে যায়। নাবালিকা আবার অনিল দাস কে আগে থেকেই মামা বলে ডাকতো। রাবার বাগানের একটি পরিত্যক্ত ঘরে অনিল দাস নাবালিকাকে ধর্ষণ করে।
এই অভিযোগ এনে নাবালিকার পরিবার মঙ্গলবার পুরান রাজবাড়ী থানায় মামলা দায়ের করে। ঘটনা ৫ দিন আগে হলেও এতদিন নাবালিকা কাউকে কিছু বলেনি। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো না থাকায় মায়ের সন্দেহ হয়। শারীরিক সমস্যা নিয়ে জানতে গিয়েই এই ঘটনার কথা নাবালিকা তার মাকে জানায়। এলাকায় এই ঘটনা জানাজানি হতেই বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনিল দাসের খোঁজ করতেই সংশ্লিষ্টরা খবর পায় দুদিন আগেই এলাকা ছেড়ে সে পালিয়েছে। নাবালিকার মেডিকেল করা হয়েছে মঙ্গলবার।
অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…
অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…
অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…