প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডে অন্তর্ভুক্ত তথ্য আপডেট করুক নাগরিকরা। এরকমই চাইছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশও করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এই নির্দেশিকাকে এখনও পর্যন্ত সরকার পরামর্শ হিসেবেই রাখতে চাইছে। অর্থাৎ বাধ্যতামূলক নয়। তবে আগামীদিনে ক্রমেই এই তথ্য আপডেটকে বাধ্যতামূলক করা হতে পারে। যদিও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আধারে অন্তর্ভুক্ত তথ্যকে সরকার চাইছে নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে, তার প্রধান কারণ হলো, দেশের নাগরিকদের সঠিক তথ্য সরকারের কাছে রাখা এবং প্রকৃত জনসংখ্যা সম্পর্কে একটি নির্দিষ্ট তথ্যভাণ্ডার সরকারের কাগজে কলমে রাখা। ভারতে ১৩৩ কোটি আধার কার্ড রয়েছে। কিন্তু এই সংখ্যাটি অনেক কমও হতে পারে বলে সরকার মনে করছে। এই সংশয়ের কারণ হলো, নাগরিকদের মৃত্যু হলে মৃত্যুজনিত কোনও তথ্য সরকারের কাছে আসছে না। একমাত্র ভোটকর্মীরা ঘরে ঘরে গেলে জানা যায় জন্ম মৃত্যুর প্রকৃত হিসেব। বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট এখনও পর্যন্ত আধারের সঙ্গে সংযুক্ত করা হয় না । তাই কোনও নাগরিকের মৃত্যু হলে আধার কার্ড বাতিল হওয়ার সুযোগ নেই। একইভাবে ঠিকানা পরিবর্তন হওয়াও বিশেষ গুরুত্বপূর্ণ। বহু নাগরিক ঘনঘন ঠিকানা পরিবর্তন করে। এছাড়া দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার সংখ্যাও আছে। এই অবস্থায় সরকারের সব মন্ত্রকের মধ্যে এরকম কোনও স্বয়ংক্রিয় সমন্বয় নেই, যা থেকে এই তথ্যগুলি থেকে কোনও নাগরিকের বিস্তারিত গতিবিধি জানা সম্ভব। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক আরও জোর দিচ্ছে আধার কার্ডে থাকা তথ্যের নিয়মিত আপডেট করার উপর। আগামী কিছুদিনের মধ্যেই সেন্সাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। ২০২৩ সালের মধ্যেই সেন্সাস প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪ সালের মার্চ মাস সমাপ্ত হওয়ার আগে সেন্সাসের রিপোর্ট প্রকাশ করা হবে। পাশাপাশি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার গঠন করা হবে। যদিও এখনও পর্যন্ত স্থির করা হয়েছে এনপিএস সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় কোনও নথিপত্র অথবা তথ্য প্রমাণের পুরনো পারিবারিক কোনও কাগজপত্র চাওয়া হবে না। তবে এবার যেহেতু সেন্সাস ও এনপিএস একই সঙ্গে কাগজে কলমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে হবে, তাই আগামীদিনে বিজ্ঞপ্তি জারির পরই স্পষ্ট জানা যাবে অ্যাপে সেন্সাস সংক্রান্ত জ্ঞাতব্য আপলোড করার সময় নথিপত্র দিতে হবে কি না। আধার সংক্রান্ত ঐচ্ছিক নির্দেশিকার বিজ্ঞপ্তি জারির পর এখন থেকেই তাই জল্পনা শুরু হয়েছে যে, এবার শীঘ্রই সেন্সাস শুরু হবে।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…