প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডে অন্তর্ভুক্ত তথ্য আপডেট করুক নাগরিকরা। এরকমই চাইছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশও করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এই নির্দেশিকাকে এখনও পর্যন্ত সরকার পরামর্শ হিসেবেই রাখতে চাইছে। অর্থাৎ বাধ্যতামূলক নয়। তবে আগামীদিনে ক্রমেই এই তথ্য আপডেটকে বাধ্যতামূলক করা হতে পারে। যদিও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আধারে অন্তর্ভুক্ত তথ্যকে সরকার চাইছে নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে, তার প্রধান কারণ হলো, দেশের নাগরিকদের সঠিক তথ্য সরকারের কাছে রাখা এবং প্রকৃত জনসংখ্যা সম্পর্কে একটি নির্দিষ্ট তথ্যভাণ্ডার সরকারের কাগজে কলমে রাখা। ভারতে ১৩৩ কোটি আধার কার্ড রয়েছে। কিন্তু এই সংখ্যাটি অনেক কমও হতে পারে বলে সরকার মনে করছে। এই সংশয়ের কারণ হলো, নাগরিকদের মৃত্যু হলে মৃত্যুজনিত কোনও তথ্য সরকারের কাছে আসছে না। একমাত্র ভোটকর্মীরা ঘরে ঘরে গেলে জানা যায় জন্ম মৃত্যুর প্রকৃত হিসেব। বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট এখনও পর্যন্ত আধারের সঙ্গে সংযুক্ত করা হয় না । তাই কোনও নাগরিকের মৃত্যু হলে আধার কার্ড বাতিল হওয়ার সুযোগ নেই। একইভাবে ঠিকানা পরিবর্তন হওয়াও বিশেষ গুরুত্বপূর্ণ। বহু নাগরিক ঘনঘন ঠিকানা পরিবর্তন করে। এছাড়া দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার সংখ্যাও আছে। এই অবস্থায় সরকারের সব মন্ত্রকের মধ্যে এরকম কোনও স্বয়ংক্রিয় সমন্বয় নেই, যা থেকে এই তথ্যগুলি থেকে কোনও নাগরিকের বিস্তারিত গতিবিধি জানা সম্ভব। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক আরও জোর দিচ্ছে আধার কার্ডে থাকা তথ্যের নিয়মিত আপডেট করার উপর। আগামী কিছুদিনের মধ্যেই সেন্সাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। ২০২৩ সালের মধ্যেই সেন্সাস প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪ সালের মার্চ মাস সমাপ্ত হওয়ার আগে সেন্সাসের রিপোর্ট প্রকাশ করা হবে। পাশাপাশি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার গঠন করা হবে। যদিও এখনও পর্যন্ত স্থির করা হয়েছে এনপিএস সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় কোনও নথিপত্র অথবা তথ্য প্রমাণের পুরনো পারিবারিক কোনও কাগজপত্র চাওয়া হবে না। তবে এবার যেহেতু সেন্সাস ও এনপিএস একই সঙ্গে কাগজে কলমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে হবে, তাই আগামীদিনে বিজ্ঞপ্তি জারির পরই স্পষ্ট জানা যাবে অ্যাপে সেন্সাস সংক্রান্ত জ্ঞাতব্য আপলোড করার সময় নথিপত্র দিতে হবে কি না। আধার সংক্রান্ত ঐচ্ছিক নির্দেশিকার বিজ্ঞপ্তি জারির পর এখন থেকেই তাই জল্পনা শুরু হয়েছে যে, এবার শীঘ্রই সেন্সাস শুরু হবে।
অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের…
গুজরাটে কংগ্রেসের সদ্য সমাপ্ত অধিবেশনে নয়া স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে।কংগ্রেস এখন থেকে পিছিয়ে পড়া বিশেষ করে…
অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…
ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…
অবিভক্ত ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শাসনামলে যিনি সবচেয়ে অ প্রভাবশালী শাসক হিসাবে ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন তিনি…