১১০ ফুট চুলে বিশ্ব রেকর্ডের আশা ম্যান্ডেলার

 ১১০ ফুট চুলে বিশ্ব রেকর্ডের আশা ম্যান্ডেলার
এই খবর শেয়ার করুন (Share this news)

২০০৯ সালের ১১ নভেম্বরে আমেরিকার ফ্লোরিডার ক্লারমন্টের বাসিন্দা আশা ম্যান্ডেলার চুলের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট , সাড়ে ৬ ইঞ্চি । সেই চুলের দৈর্ঘ্য নিয়েই বিশ্ব রেকর্ড কায়েম করে গিনেস বুকে নাম তুলেছিলেন তিনি । সেখান থেকে ১২ বছরের জাম্পকাট । এই মুহূর্তে তার চুলের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ১১০ ফুট ! ৩৩.৫ মিটার । এই চুল নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন আশা । নতুন করে তার নাম উঠেছে গিনেস বুকে । এখন তার বয়স ৬০ বছর । গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছেন , কোনও মানুষের চুলের এমন দৈর্ঘ্য এক কথায় বিস্ময়কর । তার চুলের ওজন কত ? কী ভাবে এত চুল তিনি মাথায় বহন করেন ? খোদ গিনেস কর্তৃপক্ষ পর্যন্ত হতবাক হয়ে গেছেন । বিবৃতিতে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছেন , গত ৪০ বছর ধরে চুল না কাটানো এই আশ্চর্যজনক মহিলার নাম আশা ম্যান্ডেলা । তিনি ফ্লোরিডার ক্লারমন্টের বাসিন্দা । এত চুল বহন করেন কীভাবে ? গিনেস কর্তাদের প্রশ্নের উত্তরে সহাস্যে আশা বলেছিলেন , আমি চুলকে আমার রাজার মুকুট বা আমার কোবরা বলে মনে করি । ‘ কোবরা কেন ? আশা বলেন , ‘ যখন আমি আমার কোবরা বাচ্চাকে নিয়ে আমার ঘুমের দুনিয়ায় যাওয়ার প্রস্তুতি নিই , আমি তাদের ( চুল ) একটা ছোট বস্তায় বেঁধে রাখি । আমরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করি , কথা বলি । ’ গিনেস বুকের ওয়েবসাইট জানাচ্ছে , গিনেস ওয়েবসাইট অনুসারে , ২০০৯ সালে সবচেয়ে লম্বা ড্রেডলক চুলের রেকর্ডটিও আশা ম্যান্ডেলার দখলে ছিল । কী এই ড্রেডলক ? সহজ বাংলায় চুলের জটা । চুলে জট না পাকালে এত লম্বা দৈর্ঘ্য হতে পারে না । গিনেসের ওয়েবসাইট জানাচ্ছে , আশা ম্যান্ডেলার জন্ম ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো দ্বীপপুঞ্জে । চল্লিশ বছর আগে আশা সেখান থেকে আমেরিকার নিউ ইয়র্কে চলে আসেন । সেই থেকে তিনি আর কোনও দিন চুল কাটেননি । ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক । সেখানে তিনি নিয়মিত নিজের ছবি ও ভিডিয়ো আপলোড করেন । গিনেসের ওয়েবসাইট জানাচ্ছে , ১১০ ফুট দৈর্ঘ্য আশার চুলের মোট ওজন ১৯ কিলো । আশা তার চুল একটি কাপড়ে বেঁধে কোমরে ঝুলিয়ে রাখেন , এতে তার ঘাড়ে অপেক্ষাকৃত কম চাপ পড়ে । আশার স্বামীর নাম ইমানুয়েল চেগে । তিনিও পেশায় একজন কেশ বিশেষজ্ঞ । তিনি একজন পেশাদার লক স্টাইলিস্ট এবং ড্রেডলক বিশেষজ্ঞ । আফ্রিকান মহিলাদের মধ্যে চুলে ড্রেডলকের বিশেষ চাহিদা রয়েছে । তার ড্রেডলকগুলিও তার স্বামীর তৈরি , বলেছেন আশা । সপ্তাহে একব বার আশা ম্যান্ডেলা চুলে জল দেন । অর্থাৎ শ্যাম্পু করেন । প্রতি সপ্তায় একবার ৬ টি শ্যাম্পুর বোতল খরচ হয় তার । তারপর চুল শুকোতে পুরো দুই দিন সময় লাগে । সপ্তায় তিনি কতটা সময় ধরে চুলের পরিচর্যা করেন ? আশা বলেছেন , সময় ধরে তিনি কখনও গোনেননি , তবে অনেকটা সময় ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.